মোহামেডান ক্লাবে উৎসবের আমেজ

মোহামেডান ক্লাবে উৎসবের আমেজ

মোহামেডানের জন্য আজকের দিনটি আনন্দ-উৎসবের। কুমিল্লায় ফোর্টিজের কাছে আবাহনী লিমিটেড ২-১ গোলে হারায় শিরোপা নিশ্চিত হয়েছে মোহামেডানের।পেশাদার লিগে মোহামেডানের প্রথম শিরোপা আর ঘরোয়া ফুটবলে ২০০২ সালের পর। তাইতো সাদা কালো শিবির আজ উৎসবের রঙে রঙিন।

মোহামেডান ফুটবলারদের সঙ্গে শতাধিক সমর্থক ক্লাবের জার্সি পরে, পতাকা নিয়ে বিজয়ের স্লোগান দিচ্ছে ক্লাব প্রাঙ্গণে। উৎসবে মেতেছে সকলে। ১৫ ম্যাচ শেষে মোহামেডানের পয়েন্ট ৩৮। ফর্টিস এফসির কাছে হারের ফলে আবাহনীর পয়েন্ট দাঁড়িয়েছে ২৮। দুই দলের মাঝে ব্যবধান ১০ পয়েন্টের। ম্যাচ বাকি আর ৩টি। এ তিন ম্যাচে আবাহনী জিতলে এবং মোহামেডান হারলেও সাদাকালোদের পেছনে ফেলা সম্ভব নয় আবাহনীর।

মোহামেডানের বর্তমান ফুটবল ম্যানজার ইমতিয়াজ আহমেদ নকীব। তিনি ২০০২ সালের চ্যাম্পিয়ন দলের সদস্যও ছিলেন। তাই নকীবের প্রতিক্রিয়া একটু অন্য রকমই, ‘১৯৮৯-৯৪ পর্যন্ত মোহামেডানে খেলেছিলাম। ১৯৯৪-৯৮ মুক্তিযোদ্ধায় এরপর ১৯৯৯-০৭ মোহামেডান থেকেই অবসর নিয়েছি। খেলোয়াড় হিসেবে মোহামেডানের অনেক শিরোপাই জিতেছি। ২০০২ সালে খেলোয়াড় হিসেবে ছিলাম এবার ম্যানেজার হিসেবে। আমার অনেক স্বপ্ন ছিল মোহামেডান পেশাদার লিগে চ্যাম্পিয়ন হবে। অবশেষে হয়েছে। ’

২০০৭ সাল বাফুফে ঢাকা প্রিমিয়ার লিগকে পেশাদার লিগ আঙ্গিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রূপান্তর করেছে। প্রথম তিন মৌসুম রানার্স আপ হয়েছিল। এরপর আর মোহামেডান শিরোপা দৌড়ে থাকতে পারেনি। শেখ রাসেল, শেখ জামাল ও পরবর্তীতে বসুন্ধরা কিংসের দাপটে লিগ টেবিলে নিচের দিকেই ছিল।

মোহামেডান ক্লাবের অন্যতম পরিচালক ও ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর দলের এ সাফল্যে বলেন, ‘এটা মোহামেডান ক্লাবের জন্য অত্যন্ত খুশির দিন। খেলোয়াড়, কোচিং স্টাফ ট্যাকনিক্যাল কমিটির সবার সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য। আমাদের পরিকল্পনা রয়েছে এ দলের খেলোয়াড়দের নাম ক্লাব প্রাঙ্গণে বিশেষভাবে খোদাই করে রাখার। কারণ পেশাদার লিগের প্রথম শিরোপা ও দীর্ঘ দুই দশক পর লিগ চ্যাম্পিয়ন। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS