ইসরায়েলি-আমেরিকান এক জিম্মিকে আজ মুক্তি দিতে পারে হামাস

ইসরায়েলি-আমেরিকান এক জিম্মিকে আজ মুক্তি দিতে পারে হামাস

গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলি-আমেরিকান নাগরিক এদান আলেকজান্ডার আজ (সোমবার) মুক্তি পেতে পারেন। ২১ বছর বয়সী এই তরুণ গাজা সীমান্তে বিশেষায়িত সেনা ইউনিটে কর্মরত ছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তখন আলেকজান্ডার হামাস সদস্যদের হাতে জিম্মি হন। পরে তাকে গাজায় নেওয়া হয়।

তখন ইসরায়েল থেকে মোট ২৫১ জনকে জিম্মি করে হামাস। তাদের মধ্যে ৫৯ জন গাজায় এখনো রয়েছেন। তাদের মধ্যে ২৪ জন জীবিত রয়েছেন বলে মনে করা হচ্ছে।

ইসরায়েল জানায়, আলেকজান্ডারের মুক্তিতে গাজায় একটি সুরক্ষিত করিডোর তৈরি করা হবে। তবে ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি।

মঙ্গলবার থেকে মধ্যপ্রাচ্যে সফর শুরু করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তিনি আলেকজান্ডারের মুক্তির ঘোষণাকে ঐতিহাসিক এক খবর হিসেবে অভিহিত করেছেন।

জ্যেষ্ঠ এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে বলেন, হামাসের এই জিম্মি মুক্তির ঘোষণা ট্রাম্পের আগমনের আগে একটি সৌহার্দ্যপূর্ণ পদক্ষেপ হিসেবে এসেছে।

বিবিসি জানায়, আলেকজান্ডারকে প্রথমে হামাসের কাছ থেকে বুঝে নেবে রেড ক্রস, তারপর তাকে হস্তান্তর করা হবে ইসরায়েলের একটি বিশেষ সামরিক ইউনিটের কাছে।  এই বিশেষ ইউনিটের মাধ্যমে তাকে ইসরায়েলের রেইম এলাকায় নেওয়া হবে।  

ওই এলাকায় আলেকজান্ডারকে প্রাথমিক চিকিৎসা ও মানসিক সেবা দেওয়া হবে। এরপর তিনি নিজের পরিবারের সঙ্গে মিলিত হবেন। এরপর আলেকজান্ডার ও তার পরিবারকে একসঙ্গে হেলিকপ্টারে করে তেল আবিবের একটি হাসপাতালে নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS