বাজারে এলো ‘৩-প্লাই বসুন্ধরা টয়লেট টিস্যু’

বাজারে এলো ‘৩-প্লাই বসুন্ধরা টয়লেট টিস্যু’

দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা টিস্যু তাদের নতুন পণ্য ‘৩-প্লাই বসুন্ধরা টয়লেট টিস্যু’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।  

রাজধানীর বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্সের লেভেল-৫ এর ট্রেনিং হলে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নতুন এই টয়লেট টিস্যুটি তিনটি স্তরে (৩-প্লাই) প্রস্তুত করা হয়েছে, যা অতিরিক্ত মসৃণতা, দৃঢ়তা এবং শোষণ ক্ষমতা নিশ্চিত করে। আধুনিক জীবনের স্বাস্থ্যবিধি ও আরামের কথা মাথায় রেখে এটি প্রিমিয়াম মানের একটি পণ্য হিসেবে বাজারে আনা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন চিফ সেলস অফিসার (সিএসও) মোহাম্মদ মাসুদুর রহমান, জেনারেল ম্যানেজার (মার্কেটিং, সেক্টর-সি) মোহাম্মদ আলাউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (মার্কেটিং, সেক্টর-সি) ইমরানুল কবিরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, ‘বসুন্ধরা টয়লেট টিস্যু ৩-প্লাই’ টিস্যু বাজারে নতুন একটি মানদণ্ড স্থাপন করবে এবং প্রতিদিনের ব্যবহারে ভোক্তাদের গুণগত ও আরামদায়ক অভিজ্ঞতা দেবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS