জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার খবর নিয়ে ভারতীয় মিডিয়ার লুকোচুরি

জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার খবর নিয়ে ভারতীয় মিডিয়ার লুকোচুরি

‘অপারেশন সিঁদুর’-এর জবাবে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতীয় জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার খবর নিয়ে স্বভাবসুভ লুকোচুরি শুরু করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

প্রাথমিকভাবে ভারতীয় জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করলেও পরে সেগুলো সরিয়ে নিয়েছে। দ্য হিন্দু, রিপাবলিক নিউজ ও জি নিউজ ভারতীয় জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করলেও পরে মুছে ফেলে।  

এর আগে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে পাকিস্তানের সামরিক বাহিনী জানায়, তাদের বাহিনী মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, তারা ভারতের তিনটি রাফাল, একটি সু-৩০ এবং একটি মিগ-২৯ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তরও ধ্বংস করা হয়েছে বলে দাবি করে পাকিস্তান।

তাদের এই দাবির পর ভারতের মিডিয়াগুলো তিনটি ভারতীয় জঙ্গিবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানায়। পরে তারা একে একে সে খবর সরিয়ে নেয়।   

বিবিসি জানায় ভারত শাসিত কাশ্মীরের পাম্পোর অঞ্চলে অজ্ঞাত এই উড়োজাহাজের ধ্বংসাবশেষ নিয়ে গেছে ভারতীয় কর্তৃপক্ষ।  ছবি সংগৃহীত

বিবিসি জানায় ভারত শাসিত কাশ্মীরের পাম্পোর অঞ্চলে অজ্ঞাত এই উড়োজাহাজের ধ্বংসাবশেষ নিয়ে গেছে ভারতীয় কর্তৃপক্ষ। ছবি সংগৃহীত

এদিকে বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ভারতশাসিত কাশ্মীরের পাম্পোর অঞ্চলে একটি অজ্ঞাত উড়োজাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এটি কোন দেশের বা কোন মডেলের উড়োজাহাজ, তা এখনো সরকারিভাবে নিশ্চিত করা হয়নি।  

এছাড়া ইন্ডিয়ান এক্সপ্রেস পাঞ্জাবে একটি সামরিক বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, ভেঙে পড়া বিমানটি আকালি খুর্দ গ্রাম সংলগ্ন এলাকায় পড়ে, যা ভাটিন্ডার ভিসিয়ানা বিমানঘাঁটি থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। সেনাবাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে এবং বিমান বাহিনীর সদস্যরা ধ্বংসাবশেষ সংগ্রহ করছেন।  

এই ঘটনায় একজন নিহত ও নয়জন আহত হওয়ার খবর জানালেও যুদ্ধবিমানটি কেন বিধ্বস্ত হয়েছে সে ব্যাপারে কিছু উল্লেখ করেনি তারা।

পাঞ্জাবে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ সংগ্রহ করছে ভারতীয় সামরিক বাহিনী।  ছবি ইন্ডিয়ান এক্সপ্রেস

পাঞ্জাবে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ সংগ্রহ করছে ভারতীয় সামরিক বাহিনী। ছবি ইন্ডিয়ান এক্সপ্রেস

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর হামলার জবাবে পাকিস্তানে সামরিক অভিযান চালায় ভারত। দেশটি এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’। বিপরীতে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, আমাদের সশস্ত্র বাহিনী ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS