News Headline :
আগামী সপ্তাহেই নতুন কোচের নাম ঘোষণা করবে ব্রাজিল

আগামী সপ্তাহেই নতুন কোচের নাম ঘোষণা করবে ব্রাজিল

ব্রাজিল জাতীয় দলের কোচ নির্বাচন ঘিরে শেষ পর্যন্ত অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ঘোষণা দিয়েছে, আগামী সপ্তাহের মধ্যেই জাতীয় দলের নতুন প্রধান কোচের নাম প্রকাশ করা হবে, যা ব্রাজিলীয় ফুটবলে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

সিবিএফ-এর জাতীয় দল পরিচালনা বিভাগের পরিচালক রদ্রিগো কায়েতানো ব্রাজিলিয়ান স্পোর্টস চ্যানেল স্পোরটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন—“ব্রাজিল জাতীয় দলের কোচ নির্বাচন জাতীয় স্বার্থে একটি গুরুতর ও সম্মানজনক দায়িত্ব। আমরা আগামী সপ্তাহের মধ্যেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে চাই। ”

কে হবেন ব্রাজিলের পরবর্তী কোচ?

সবার আগ্রহের কেন্দ্রে আছেন কার্লো আনচেলোত্তি—ইতালিয়ান কোচ এবং বর্তমান রিয়াল মাদ্রিদ বস। আনচেলোত্তির সঙ্গে দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে সিবিএফ। তবে ইএসপিএন সূত্রে জানা গেছে, রিয়াল মাদ্রিদ তার সম্ভাব্য বিদায়ের সময় ও আর্থিক শর্ত নিয়ে অখুশি, ফলে এই ট্রান্সফার এখন খানিকটা অনিশ্চয়তায় পড়ে গেছে।

রিয়াল মাদ্রিদের লা লিগার ভাগ্য নির্ধারিত না হওয়া পর্যন্ত সিবিএফ বিষয়টি নিয়ে অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। লা লিগা টাইটেল রেসে বার্সেলোনা এগিয়ে রয়েছে ৪ পয়েন্টে, আর চারটি ম্যাচ বাকি রয়েছে। ফলে ১৫ মে’র আগে আনচেলোত্তির বিষয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

বিকল্প ভাবনায় হোর্হে জেসুস

আনচেলোত্তির সম্ভাব্য অনুপস্থিতিতে সিবিএফ-এর পরিকল্পনায় রয়েছেন হোর্হে জেসুস। ৭০ বছর বয়সী পর্তুগিজ কোচ সম্প্রতি সৌদি ক্লাব আল হিলাল ছাড়ার পর এখন ফ্রি এজেন্ট। ২০১৯ সালে ফ্লামেঙ্গোকে কোপা লিবার্তাদোরেস জেতানো এই কোচকে ব্রাজিলে বেশ সম্মান দেওয়া হয়। তাই তাকেও একটি সম্ভাব্য ‘প্ল্যান বি’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সিবিএফ-এর লক্ষ্য, ২৬ মে জাতীয় দলের স্কোয়াড ঘোষণার আগে একজন স্থায়ী কোচ নিশ্চিত করা। জুন মাসে বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল।

বাছাইয়ে চাপের মুখে ব্রাজিল

মাঠের পারফরম্যান্সেও রয়েছে চাপ। সর্বশেষ বাছাই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৪-১ ব্যবধানে হারে ব্রাজিল। বর্তমানে তারা বাছাইপর্বের চতুর্থ স্থানে, শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে ১০ পয়েন্টে। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের নিয়ম অনুযায়ী, শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে। অতএব, সময়ের মধ্যে একজন দক্ষ কোচ নির্বাচন এখন অনিবার্য।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS