তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে আগামী মাসে বাংলাদেশে আসছে ভারতের নারী দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে সিরিজের সব ম্যাচই হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে প্রথমবার ম্যাচ খেলবেন বাংলাদেশ নারী দলের অধিকাংশ ক্রিকেটার।
২০১২ সালের সেপ্টেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে সবশেষ ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলেছিল মেয়েরা। এরপর পেরিয়ে গেছে ১১ বছর। মিরপুরে এক দশক আগের সেই সিরিজটি খেলার অভিজ্ঞতা আছে বর্তমান দলের ফারজানা হক পিংকি, রিতু মনি, সালমা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, জাহানারা আলমের।
৮ বছরের আন্তর্জাতিক কারিয়ারে বিশ্বকাপসহ দেশ-বিদেশের অনেক মাঠেই খেলার অভিজ্ঞতা হয়েছে নিগার সুলতানা জ্যোতির। একশর কাছাকাছি আন্তর্জাতিক ম্যাচও খেলে ফেলেছেন উইকেটরক্ষক ব্যাটার। বর্তমান ওয়ানডে ও টি-টুয়েন্টি অধিনায়ক মিরপুরে ম্যাচ খেলতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছিলেন। অবশেষে তাদের আশা পূরণ হচ্ছে। আগামী মাসে ভারত সিরিজেই নামবেন স্বপ্নের ভেন্যুতে।
মিরপুরে ছেলেদের ম্যাচ সংখ্যায় দুইশ ছুঁয়েছে এ বছরই। শের-ই-বাংলার গৌরবগাঁথায় জড়িয়ে আছে কেবল মাশরাফী-সাকিব-মিরাজদের নাম। নিগার-মুর্শিদা-নাহিদা-পিংকিদেরও শুরু হচ্ছে রোমাঞ্চকর জার্নি। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ।
বছরের বেশিটা সময় মেয়েরা মিরপুরেই কাটায় নারী দল। বিদেশ সফরের আগে শের-ই-বাংলা স্টেডিয়ামে দাঁড়িয়েই করেন ফটোসেশন। অথচ ম্যাচ খেলার সুযোগ হচ্ছে এতটা দেরিতে!