২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

মেহেদি হাসান মিরাজ ও নাহিদ রানার দারুণ বোলিংয়ে খুব বেশি লিড নেওয়ার আগেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। দিনের শেষভাগে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেই সাদমান ইসলামকে হারায় বাংলাদেশ।তবে বাকি সময়টা লড়ে যান মমিনুল হক ও মাহমুদুল হাসান। এখনও অবশ্য ২৫ রানে পিছিয়ে আচে তারা।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ২৭৩ রানে সবগুলো উইকেট হারিয়ে প্রথম ইনিংস শেষ করে জিম্বাবুয়ে। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় ১৯১ রানে। পরে সফরকারীদের ৮২ রানের লিডের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৫৭ রান নিয়ে দিন শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল।

দিনের শুরুতে বেন কারানকে ফিরিয়ে ১০৩ বলে করা ৬৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদ। ৫৫ বলে ১৮ রান করে ফেরেন কারান। আরেক ওপেনার বেনেট ৫৬ বলে পঞ্চাশ পূর্ণ করলেও নাহিদের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি বেশিক্ষণ। জাকের আলিকে ক্যাচ দিয়ে ৫৭ রানে ফেরেন তিনি।  

তিনে নামা নিক ওয়েলচকে দ্রুত বিদায় করেন হাসান মাহমুদ। চতুর্থ উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন শন উইলিয়ামস ও ক্রেইগ এরভিন। তবে থিতু হয়ে থাকা জিম্বাবুয়ে অধিনায়কের উইকেট তুলে নেন নাহিদ। ৩৯ বলে ৮ রান করে এরভিন ফিরলে লাঞ্চ বিরতিতে যায় জিম্বাবুয়ে।

লাঞ্চের পর মাঠে নেমে ৮৭ বলে পঞ্চাশ তুলে নেন উইলিয়ামস। তাকে সঙ্গ দেওয়া মাধেভেরেকে বেশিক্ষণ টিকতে দেননি খালেদ। তার অফ স্টাম্পের বাইরের ডেলিভারি ব্যাকফুটে খেলতে দিয়ে ব্যাটের কানায় লেগে স্টাম্পে চলে যায়। ৩৩ বলে ২৪ রান করে ফেরেন জিম্বাবুয়ে ব্যাটার। কিছুক্ষণ পর চার মেরে তাদের লিড এনে দেন নিয়াশা মায়াভো।  

লিডের পর টিকতে পারেননি উইলিয়ামস। ছক্কা মারতে গিয়ে জয়ের তালুবন্দি হন তিনি। ১০৮ বলে দুই ছক্কা ও ছয় চারে ৫৯ রান করে ফেরেন সাজঘরে। ৬ উইকেটে ২১৩ রান নিয়ে চা বিরতিতে যায় জিম্বাবুয়ে। সেখান থেকে ফিরে টিকতে পারেননি মায়াভো। মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ৫৪ বলে ৩৫ রান করে। কিছুক্ষণ পর থিতু হওয়া মাসাকাদজাকেও ফেরান বাংলাদেশি স্পিনার।  

নবম উইকেটে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি। কিন্তু এই জুটি লম্বা করতে দেননি মিরাজ। তার বল বেরিয়ে এসে খেলতে পারেননি মুজারাবানি। পেছনে থাকা জাকের আলি স্টাম্পিং করে নিয়ে নেন উইকেট। ১৬ বলে ১৭ রান করে ফেরেন জিম্বাবুয়ে ব্যাটার। এরপর ভিক্টর নিয়াউচিকে (৭) ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন মিরাজ।  

২০.২ ওভারে ৫২ রান দিয়ে ৫ উইকেট নেওয়া মিরাজের পাশাপাশি ৩ উইকেট নেন নাহিদ। একটি করে উইকেট পান হাসান ও খালেদ।  

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের ব্যর্থ হন সাদমান। ব্লেসিং মুজারাবানির বলে ঠিকঠাক ড্রাইভ করতে পারেননি তিনি। ব‍্যাটের কানা ছুঁয়ে ক‍্যাচ যায় দ্বিতীয় স্লিপে, শন উইলিয়ামসের হাতে। ১০ বলে ৪ রান করে ফেরেন এই ওপেনার। বাকি সময়টা লড়াই চালান মমিনুল ও জয়। মমিনুল ২৬ বলে ১৫ ও জয় ৪২ বলে ২৮ রানে অপরাজিত আছেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS