বিনিয়োগ সম্মেলন আপাতত সফল হয়েছে: নাহিয়ান রহমান

বিনিয়োগ সম্মেলন আপাতত সফল হয়েছে: নাহিয়ান রহমান

বিনিয়োগ সম্মেলন আপাতত সফল হয়েছে। বিনিয়োগের জন্য পাইপলাইন তৈরি হয়েছে।সামনের দিনগুলোতে বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমে বিনিয়োগ তরান্বিত করার প্রচেষ্টা চালানো হবে।

এ কথা জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিনিয়োগ সম্মেলনের শেষদিনের কর্মসূচি নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের মধুমতি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নাহিয়ান রহমান জানান, নতুন বিনিয়োগের ক্ষেত্রে জটিলতা এড়িয়ে দ্রুততম সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে। এটি সম্মেলনে আসা বিদেশি বিনিয়োগকারীদের জানানো হয়েছে। এই উন্নতিতে বিনিয়োগকারীরা সন্তুষ্ট।

তিনি জানান, আগের বছরের সম্মেলন ও এবারের সম্মেলনের পার্থক্য হলো, এবার রেজিস্ট্রেশনের পর ফলো আপ করা হবে। বিনিয়োগকারীরা বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছেন। বিনিয়োগকারীদের পরবর্তী সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলা হবে। আগে সম্মেলনের পর এমন ফলোআপ করা হয়নি।

বিনিয়োগকারীরা এবার বিনিয়োগ পরিবেশ নিয়ে কোনো সমস্যার কথা বলেছেন কি না, জানতে চাইলে নাহিয়ান রহমান বলেন, এবার সে ধরনের সুযোগ ছিল না। আগে ৬০/৬৫ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন। বিনিয়োগ সম্পর্কিত কাজগুলো সম্পাদন করতে তাদের দপ্তরে দীর্ঘ সময় ঘুরতে হতো। এখন সেসব সমস্যা নেই, দ্রুততম সময়ের মধ্যে বিনিয়োগের যাবতীয় কাজ সম্পন্ন হবে।  

ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের সস্তা শ্রম থাকলেও বেশি মুনাফা করা যায় না। এমন ইস্যু সম্মেলনে এসেছে। সে বিষয়ে বিনিয়োগকারীদের কী জবাব দিলেন- এমন প্রশ্নের জবাবে নাহিয়ান বলেন, ভিয়েতনামে উচ্চ মূল্যের সিন্থেটিক ফেব্রিকের পোশাক উৎপাদন করা হয়, এ কারণে মুনাফাও বেশি।

তিনি বলেন, বাংলাদেশ উচ্চ মূল্যের সিন্থেটিকের পোশাক উৎপাদন হয় না, এ কারণে মুনাফা কম। দুয়েকজন বিনিয়োগকারী বিনিয়োগ শুরু করেছেন, বাংলাদেশেও হবে।  

তিনি আরও বলেন, বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে সরকারের পরিবর্তন হলেও বিনিয়োগকারীদের কোনো সমস্যায় পড়তে হবে না। আগের অবস্থা বহাল থাকবে। বিষয়টি নিশ্চিত করতে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবে- এমন সম্ভাব্য রাজনৈতিক দলগুলোর নেতারা বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলেছেন।

এ সময় উপস্থিত ছিলেন বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব, প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS