যে কারণে দর্শকদের মারতে গেলেন খুশদিল

যে কারণে দর্শকদের মারতে গেলেন খুশদিল

নিউজিল্যান্ডের বে ওভালে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের পর ঘটে গেল এক অপ্রীতিকর ঘটনা। পাকিস্তানের ব্যাটার খুশদিল শাহকে দেখা যায় দর্শকদের একাংশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে, যা প্রায় হাতাহাতিতে রূপ নেয়ার উপক্রম হয়েছিল।তবে নিরাপত্তাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনাটি ঘটে ম্যাচ শেষে, যেখানে পাকিস্তান দল নিউজিল্যান্ডের কাছে ৪৩ রানে হেরে গিয়ে সিরিজে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়। ম্যাচ চলাকালীন এবং পরবর্তী সময়ে গ্যালারির একাংশ থেকে পাকিস্তানবিরোধী স্লোগান ও অশালীন মন্তব্য শোনা যায়, যা খুশদিল শাহকে উসকে দেয় বলে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এক ভিডিও, যা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, তাতে দেখা যায় খুশদিল শাহ গ্যালারির দিকে এগিয়ে যাচ্ছেন এবং এক দর্শকের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চাচ্ছেন। নিরাপত্তাকর্মীরা তাকে আটকে দেন এবং দর্শককে গ্যালারি থেকে সরিয়ে নিয়ে যান।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই ঘটনায় খুশদিলের পক্ষ নিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, “ম্যাচ চলাকালীন কিছু বিদেশি দর্শক জাতীয় খেলোয়াড়দের উদ্দেশ্যে অশালীন ও পাকিস্তানবিরোধী মন্তব্য করেন। খেলোয়াড়দের অপমান করার পাশাপাশি পশতু ভাষায় অশোভন কথা বলা হয়। ”

পিসিবি আরও জানায়, “খুশদিল শাহ শান্ত থাকার অনুরোধ জানালেও উত্তেজিত দর্শকরা আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। পরবর্তীতে পাকিস্তান দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হলে, স্টেডিয়াম কর্তৃপক্ষ দায়ী দর্শকদের মাঠ থেকে বের করে দেয়। ”

পাকিস্তান দলের সাম্প্রতিক পারফরম্যান্সও ভক্তদের হতাশ করেছে। নতুন নেতৃত্বে গঠিত টি-টোয়েন্টি দল ১-৪ ব্যবধানে সিরিজ হারে, এরপর পূর্ণ শক্তির ওয়ানডে দল অধীনে ০-৩ ব্যবধানে হারে।  

আজ নিউজিল্যান্ড ৪২ ওভারে ২৬৪ রান তোলে, যেখানে রিস মারিউ ও মাইকেল ব্রেসওয়েল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জবাবে বাবর আজমের ফিফটির পরও পাকিস্তান দল লক্ষ্য পূরণে ব্যর্থ হয়। বেন সিয়ার্স নেন ৫ উইকেট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS