ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৮

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৮

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর ক্রিভি রিহ-তে ৯ শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এই হামলাটি ছিল এ বছরের সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি।

শুক্রবার এই হামলা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজের শহরে। ডনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরহি লিসাক জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র আঘাতে আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন ধরে গেছে, অনেকের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে, আর  রাস্তার পাশে— একটি খেলার মাঠের ধারে শিশু ও সাধারণ মানুষের রক্তাক্ত দেহগুলো পড়ে আছে।

দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছে এবং সেই সংখ্যা দ্রুত বাড়ছে। হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ জনের বেশি মানুষ, যাদের মধ্যে একটি তিন মাস বয়সী শিশুও রয়েছে।  

ইউক্রেনের মানবাধিকার কমিশনার দিমিত্রো লুবিনেটস জানিয়েছেন, হামলায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে — এটি এমন অস্ত্র যা মাত্র কয়েক মিনিটেই লক্ষ্যবস্তুতে পৌঁছে যায় এবং যেটা থামানো খুবই কঠিন, যদি না আপনার কাছে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকে।

লুবিনেটস জানান, এখানে একটিও সামরিক স্থাপনা ছিল না—ছিল কেবল সাধারণ মানুষের বাড়ি-ঘর।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে, তারা ইউক্রেনীয় সেনা ও বিদেশি প্রশিক্ষকদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে। তাদের মতে, এতে ৮৫ জন সেনা ও কর্মকর্তা এবং ২০টি যানবাহন ধ্বংস হয়েছে।

তবে প্রেসিডেন্ট জেলেনস্কি এই দাবি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, উদ্ধার কাজ চলছে এবং এই বর্বরতার জবাব দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কঠোর হওয়া উচিত।

টেলিগ্রামে তিনি লেখেন, সারা দুনিয়া এটা দেখছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি ড্রোন হামলা প্রমাণ করছে—রাশিয়ার আসল উদ্দেশ্য শান্তি নয়, কেবল যুদ্ধ ।

এই হামলার আগের রাতেও রাশিয়া খারকিভ শহরে ড্রোন হামলা চালিয়েছিল, যেখানে নিহত হয়েছিল অন্তত চারজন এবং আহত হয়েছিল ৩৫ জন।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS