লিওনেল মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকো এখন আর আগের মতো ইন্টার মায়ামির তারকাকে মাঠে নিরাপত্তা দিতে পারবেন না।
মেজর লিগ সকার (এমএলএস) তাকে মাঠে থাকার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে, যার ফলে তিনি এখন কেবল মেসির ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকবেন, তবে খেলার সময় মাঠে থাকতে পারবেন না।
২০২৩ সালে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই মেসির নিরাপত্তার দায়িত্বে রয়েছেন সাবেক নেভি সিল সদস্য ইয়াসিন। মেসির বিপুল জনপ্রিয়তার কারণে তার নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছিল।
খেলার সময় প্রায়ই দেখা গেছে, ইয়াসিন মাঠের আশপাশে সতর্ক অবস্থায় থাকেন এবং ভক্তদের মাঠে ঢোকার চেষ্টা আটকে দেন। অনেক ভক্ত মেসির কাছে পৌঁছানোর আগেই তার হাতে ধরা পড়েছেন।
এমএলএস নিষিদ্ধ করায় ইয়াসিন এখন থেকে শুধু মাঠের বাইরে মেসির নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এ নিয়ে ‘হাউস অব হাইলাইটস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়াসিন বলেন, “তারা আমাকে আর মাঠে থাকতে দিচ্ছে না। ”
তিনি এমএলএস-এর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কথাও তুলে ধরেন, “আমি সাত বছর ইউরোপে লিগ ওয়ান ও চ্যাম্পিয়নস লিগে কাজ করেছি, সেখানে মাত্র ছয়জন ভক্ত মাঠে ঢুকেছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে আসার পর মাত্র ২০ মাসেই ১৬ জন মাঠে প্রবেশ করেছে! এটা বিশাল সমস্যা। আমি সমস্যা নই, আমাকে মেসিকে রক্ষা করতে দিন। “
তিনি আরও বলেন, “আমি এমএলএস ও কনকাকাফকে ভালোবাসি, কিন্তু আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমি সাহায্য করতে চাই। আমি অন্য কারও চেয়ে ভালো নই, তবে ইউরোপে আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আমি তাদের সিদ্ধান্ত বুঝতে পারছি, তবে মনে করি আরও ভালো কিছু করা যেত। ”
যদিও ইয়াসিন এখন মাঠে সরাসরি থাকতে পারবেন না, তবে তিনি মেসির পরিবারের নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ হয়েই থাকবেন। তিনি বলেন, “আমি মনে করি, আমি তার পরিবারের অংশ। আমি শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও তাকে রক্ষা করি, কারণ সে আমার ওপর অনেক বিশ্বাস রাখে এবং আমার ওপর নির্ভরশীল। আমি তার প্রতি সর্বোচ্চ মনোযোগ দিই। মেসি খুবই বিনয়ী। ”
মেসির পরবর্তী ম্যাচ
সাম্প্রতিক সময়ে ক্লাব ও দেশের হয়ে মেসির ম্যাচ সংখ্যা কিছুটা কম ছিল। ইনজুরির কারণে আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার হয়ে খেলতে পারেননি তিনি। তবে তিনি ইন্টার মায়ামির হয়ে মাঠে ফিরেছেন এবং ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে বদলি হিসেবে নেমে গোলও করেছেন।
আগামীকাল বুধবার মেসি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার-ফাইনালে এলএ এফসির বিপক্ষে মাঠে নামতে পারেন।
নিষেধাজ্ঞার পরও কি মেসির নিরাপত্তা ঠিক থাকবে?
এমএলএস-এর এই সিদ্ধান্ত নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই মনে করছেন, মেসির জনপ্রিয়তা এতটাই বেশি যে তার নিরাপত্তার জন্য বিশেষ সতর্কতা নেওয়া উচিত। এখন দেখার বিষয়, ইয়াসিনের অনুপস্থিতিতে মাঠে মেসির নিরাপত্তা কতটা সুরক্ষিত থাকে।