একনজরে আফগান সিরিজের পূর্ণাঙ্গ সূচি

একনজরে আফগান সিরিজের পূর্ণাঙ্গ সূচি

আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আপাতত আর কোনো খেলা নেই। তাই প্রায় দুই সপ্তাহের ছুটি পেয়েছে লাল-সবুজ শিবির। তবে লম্বা এ ছুটি শেষেই আফগানিস্তান সিরিজের প্রস্তুতি নিতে হবে সাকিব-তামিমদের। আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য পূর্ণাঙ্গ এ সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার (১৭ মে) বিকেলে এক বিবৃতিতে এ সিরিজের পূর্ণাঙ্গ সূচি জানিয়েছে বিসিবি।

সূচি অনুযায়ী, আগামী ১০ জুন বাংলাদেশে পা রাখবে আফগান দল। এরপর তিন দিনের অনুশীলন শেষে মাঠে নামবে দুই দল। আগামী ১৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত গড়াবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি।

টেস্ট ম্যাচ শেষে ১৯ জুন ভারতে যাবেন আফগানরা। আর ৩০ জুন পর্যন্ত ছুটিতে থাকবে টাইগাররা। এরপর আগামী ১ জুলাই আবারও ঢাকায় ফিরে আসবে আফগান দল। ২ জুলাই বিশ্রাম শেষে ৩ ও ৪ জুলাই অনুশীলন। আর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৫ জুলাই।

এরপর ৬ জুলাই বিশ্রাম, ৭ জুলাই অনুশীলন শেষে ৮ জুলাই দ্বিতীয় ওয়ানডেতে ফের মাঠে নামবে দুই দল। সিরিজে শেষ ওয়ানডে ম্যাচ হবে ১১ জুলাই। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ওয়ানডে সিরিজের পরপরই সিলেটে পাড়ি দেবে দল দুটি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই হবে পূর্ণাঙ্গ সিরিজের টি-টোয়েন্টি ম্যাচ দুটি। এজন্য ১২ জুলাই চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবে সাকিব-রশিদরা। সেখানে ১৩ জুলাই অনুশীলন শেষে ১৪ জুলাই লড়াইয়ে নামবে দল দুটি। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ ১৬ জুলাই।

বাংলাদেশ ও আফগানিস্তান সিরিজের সূচি :

একমাত্র টেস্ট১৪ জুন-১৮ জুনশের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম
প্রথম ওয়ানডে৫ জুলাইজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
দ্বিতীয় ওয়ানডে৮ জুলাইজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
তৃতীয় ওয়ানডে১১ জুলাইজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
প্রথম টি-টোয়েন্টি১৪ জুলাইসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
দ্বিতীয় টি-টোয়েন্টি১৬ জুলাইসিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS