বাংলাদেশ নিয়ে প্রশ্নে যা বললেন মার্কিন মুখপাত্র টেমি ব্রুস 

বাংলাদেশ নিয়ে প্রশ্নে যা বললেন মার্কিন মুখপাত্র টেমি ব্রুস 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে আসলো বাংলাদেশ প্রসঙ্গ। ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে চরমপন্থি হামলা এবং সাংবাদিকদের গ্রেপ্তার ইস্যুতে প্রশ্ন করেন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান।

সেনাপ্রধানের বক্তব্যের সূত্র ধরে ওই সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের সেনাপ্রধান সতর্ক করেছেন যে দেশে ইসলামী উগ্রপন্থীদের হামলা আসন্ন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের কথা মাথায় রেখে, বাংলাদেশকে আরেকটি আফগানিস্তানে পরিণত হওয়া থেকে রোধ করতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে?

তার অপর প্রশ্নটি ছিল—  মুহাম্মদ ইউনুস সরকারের অধীনে সাংবাদিকদের বেআইনি কারাবন্দি করার বিষয়ে মার্কিন সরকার কী পদক্ষেপ নিচ্ছে এবং বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কীভাবে কাজ করছে? 

দুটি প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টেমি ব্রুস বলেন, এই ধরনের প্রশ্ন আমরা প্রায়ই পাই এবং আমি মনে করি, আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা অন্যান্য দেশগুলোর সঙ্গে কেমন সম্পর্ক গড়ে তুলি, তাদের কাছে আমাদের কী প্রত্যাশা থাকে, বিশেষ করে যদি তারা আমাদের মিত্র হয়।

কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে, আমাদের বর্তমান প্রশাসন এবং পররাষ্ট্রমন্ত্রী সরাসরি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা আশা করি, আমাদের শক্তিশালী অবস্থান এবং প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা বার্তা দিতে পারব যে আমরা প্রত্যাশা করি—বিশেষ করে বাংলাদেশসহ সব দেশ মানবাধিকার নীতিমালা মেনে চলবে এবং নিজ দেশের নাগরিকদের ন্যায়বিচার ও সুষ্ঠু আচরণের নিশ্চয়তা দেবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS