সুদানের প্রেসিডেন্টের প্রাসাদ সেনাবাহিনীর দখলে

সুদানের প্রেসিডেন্টের প্রাসাদ সেনাবাহিনীর দখলে

প্রেসিডেন্ট প্রাসাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে সুদানের নিয়মিত সেনাবাহিনী।  

শুক্রবার (২১ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২০ মার্চ) সেনারা প্রাসাদের দিকে অগ্রসর হয় এবং শুক্রবার (২১ মার্চ) তা দখলে নেওয়ার খবর নিশ্চিত করেছে সুদানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সামরিক সূত্র।  

সেনাবাহিনী এখন প্রাসাদের আশপাশে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সদস্যদের ধাওয়া করছে। তবে এ বিষয়ে আরএসএফের কোনো মন্তব্য পাওয়া যায়নি।  

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানী খার্তুমের কিছু এলাকায় এখনো গুলিবর্ষণের শব্দ শোনা যাচ্ছে।  

২০২৩ সালের এপ্রিলে যুদ্ধ শুরুর পর দ্রুত প্রেসিডেন্ট প্রাসাদ ও রাজধানীর অধিকাংশ এলাকা দখল করেছিল আরএসএফ। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে সেনাবাহিনী ফের আক্রমণ শুরু করে এবং নীল নদের তীরে প্রাসাদের দিকে এগিয়ে যায়।  

বর্তমানে আরএসএফের নিয়ন্ত্রণে রয়েছে খার্তুম, প্রতিবেশী ওমদুরমান এবং পশ্চিম সুদানের কিছু এলাকা। দারফুর অঞ্চলে সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটি আল-ফাশির দখলের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে তারা।  

রাজধানীর নিয়ন্ত্রণ নিতে পারলে সেনাবাহিনী দ্রুত মধ্য সুদানের দখল নিতে পারবে বলে ধারণা করা হচ্ছে। এতে দেশের পূর্ব ও পশ্চিম অংশের বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠবে। তবে উভয় পক্ষই লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এবং শান্তি আলোচনা এখনো আলোর মুখ দেখেনি।  

এদিকে আরএসএফ আর সুদানের আর্মি উভয়েরই দাবি যে সেখানে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS