নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ

ইসরায়েলে কয়েক হাজার বাসিন্দা গাজায় নতুন যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ করেছেন। তারা নেতানিয়াহুর ডানপন্থী জোট সরকারের বিরুদ্ধে গণতন্ত্রে আঘাত করার অভিযোগ তুলেছেন।খবর দ্য গার্ডিয়ানের।

বিক্ষোভ ঘিরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ হয়ে গিয়েছিল। জেরুজালেম ও তেল আবিব থেকে বিক্ষোভরত অন্তত ১২ জন গ্রেপ্তার হয়েছেন। আগামী কয়েক দিনে বিক্ষোভ আরও গতি পেতে পারে বলে জানিয়েছেন আয়োজকরা।

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান রোনেন বারকে বরখাস্ত করার প্রচেষ্টা ঘিরে বিক্ষোভ শুরু হলেও দুই মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা চালানোর পর তা নতুন মাত্রা পায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, সরকার রাজনৈতিক কারণে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ৫৯ জিম্মির কথা ভাবছে না। এর মধ্যে ২৪ জন জীবিত  বলে মনে করা হচ্ছে।

ব্রাদার্স ইন আর্মসের প্রধান নির্বাহী এইতান হারজেল বলেন, এই সরকার এখন আবারো নিজেকে রক্ষার জন্য যুদ্ধ শুরু করেছে জনগণের মূল সমস্যা থেকে মনোযোগ সরিয়ে নিতে। তারা সব দিক থেকেই বৈধতা হারিয়েছে… তারা ব্যর্থ হচ্ছে।

গত বুধবার নেতানিয়াহুর সরকারি বাসভবনের কাছে জেরুজালেমের রাস্তায় হাজারো মানুষ জড়ো হন। অনেকেই ইসরায়েলের পতাকা ও জিম্মিদের মুক্তির দাবিতে লেখা প্ল্যাকার্ড বহন করেন। কেউ কেউ ঢাকঢোল বাজিয়ে এবং স্লোগান দিতে দিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মিছিলে যোগ দেন।

বিক্ষোভকারীরা স্লোগান দেন, ইসরায়েল তুরস্ক নয়, ইসরায়েল ইরান নয়। তারা নেতানিয়াহুর সাম্প্রতিক বেশ কয়েকটি পদক্ষেপকে ইসরায়েলি গণতন্ত্রের জন্য বিপদ সংকেত বলে আখ্যা দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS