নতুন গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন

নতুন গানে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন

এক বছর পর গত ৩১ জানুয়ারি মঞ্চে গাইতে উঠেছিলেন সাবিনা ইয়াসমিন। সেদিন গাইতে গিয়ে মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন কিংবদন্তি এই কণ্ঠশিল্পী।এরপর হাসপাতালে ভর্তি ছিলেন কয়েকদিন। বিশ্রামে থাকার কিছুদিন পরেই ফেব্রুয়ারিতে একটি গানে কণ্ঠ দেন তিনি।  

মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা গানটির সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন। সাবিনা ইয়াসমিনের সঙ্গে সৈয়দ আব্দুল হাদীসহ এই প্রজন্মের আরো দশজন শিল্পী কণ্ঠ দিয়েছেন গানটিতে।

এবার আরও একটি গানে কণ্ঠ দিলেন এই গায়িকা। গানের শিরোনাম ‘আমার পতাকা লাল সবুজে আঁকা’। এটি আসছে স্বাধীনতা দিবস উপলক্ষ‍্যে প্রকাশিত হবে। এতে তার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর।  

জানা গেছে, গানটির কথা লিখেছেন বাংলা সঙ্গীতের আরেক মহীরুহ গীতিকবি মনিরুজ্জামান মনির। সুর সঙ্গীতে করেছেন মনোয়ার হোসাইন টুটুল।

‘আমার পতাকা লাল সবুজে আঁকা’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন সৈকত রেজা। রেকর্ডিং করেছেন জিয়াউল হাসান পিয়াল।  

বলে রাখা যায়, দীর্ঘ এক বছরের বেশি সময় গানের বাইরে ছিলেন সাবিনা ইয়াসমিন। ৩১ জানুয়ারি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন : আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে উঠেছিলেন। সোয়া এক ঘণ্টা তিনি মঞ্চে সংগীত পরিবেশনের পর অসুস্থ হয়ে পড়েন।

দ্রুত নিয়ে যাওয়া হয় গুলশানের একটি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার কিছুটা অবনতি হলে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

এর আগে ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS