এবি ডি ভিলিয়ার্সের সেই বিধ্বংসী রূপ ফিরে এসেছে আরও একবার। ৪১ বছর বয়সেও করলেন খুনে ব্যাটিং।পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন অনেক আগেই। লম্বা সময় পর ফিরেছেন মাঠে। আর হাঁকালেন সেঞ্চুরি।
গতকাল সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে বুলস লিজেন্ডসের বিপক্ষে টাইটান্স লিজেন্ডসের হয়ে ২৮ বলে ১০১ রানের ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। ‘মি. ৩৬০ ডিগ্রি’ খ্যাত এই ক্রিকেটারের স্ট্রাইক রেট ছিল ৩৬০! কোনো চার না মেরে ১৫ ছক্কায় এই ইনিংস সাজান তিনি। তার তাণ্ডবে ২০ ওভারে ৭ উইকেটে ২৭৮ রান করে টাইটান্স।
২০২১ সালের অক্টোবরে ক্রিকেট থেকে বিদায় নেন ডি ভিলিয়ার্স। এরপর আর মাঠে নামা হয়নি তার। লম্বা সময় পর ফিরলেন আগের মতোই। দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার মাঠে না থাকলেও তার রেকর্ডগুলো হয়ে আছে অমলিন।