যুদ্ধের ময়দানে ভারতের আসল শক্তি টি-৭২ ট্যাংক। এই যুদ্ধযানের শক্তি বাড়াতে দেশটি রাশিয়ার সহযোগিতা নিচ্ছে।রুশ প্রতিরক্ষা রপ্তানি সংস্থা রোসোবোরোনেক্সপোর্টের সঙ্গে ভারত গত ৭ মার্চ ২৪৮ মিলিয়ন ডলারের একটি চুক্তি সই করে। এর মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর টি-৭২ ট্যাংকের জন্য শক্তিশালী ইঞ্জিন সংগ্রহ করা হবে।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চুক্তিতে টি-৭২ ট্যাংকের জন্য এক হাজার হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন সংগ্রহের কথা লেখা রয়েছে। চুক্তির আওতায়, রোসোবোরোনএক্সপোর্ট ভারতের আর্মার্ড ভেহিকলস নিগম লিমিটেডকে প্রযুক্তি সরবরাহ করবে, যা ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় দেশীয়ভাবে ইঞ্জিনের সংযোজন ও লাইসেন্সপ্রাপ্ত উৎপাদন সহজ করবে।
টি-৭২ ট্যাংক দীর্ঘদিন ধরে ভারতীয় সেনাবাহিনীর সাঁজোয়া বহরের মূল ভিত্তি হয়ে আছে। ট্যাংকগুলো বর্তমানে ৭৮০ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন দিয়ে চলে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এক হাজার হর্সপাওয়ার ইঞ্জিন দিয়ে ট্যাংকগুলোকে আপগ্রেড করা হলে যুদ্ধযানগুলোর গতিশীলতার সঙ্গে আক্রমণের ক্ষমতা বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। এতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশনাল কার্যকারিতাও বেড়ে যাবে বলা হচ্ছে।
চুক্তিটি ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারত্বেরই প্রমাণ। ২০০৫ থেকে ২০২৫ সালের মধ্যে রোসোবোরোনএক্সপোর্ট ভারতের সঙ্গে ৫০ বিলিয়ন ডলারের চুক্তি করেছে। আর দেশটিতে রাশিয়ার মোট সামরিক সরঞ্জামের সরবরাহ পৌঁছেছে ৮০ বিলিয়ন ডলারে।
গত ফেব্রুয়ারিতে ভারতের সবচেয়ে বড় অ্যারোস্পেস প্রদর্শনীতে রোসোবোরোনএক্সপোর্টের মহাপরিচালক আলেকসান্দ্র মিখেয়েভ ভারতকে ‘এশিয়া-প্যাসিফিক অঞ্চলে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার এবং রোসোবোরোনএক্সপোর্টের অন্যতম প্রধান বৈশ্বিক অংশীদার’ হিসেবে উল্লেখ করেন।
ওই প্রদর্শনীতে রাশিয়া উন্নত বিমান, হেলিকপ্টার, ইঞ্জিন ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ পাঁচ শতাধিক প্রতিরক্ষা সরঞ্জাম প্রদর্শন করে। সেসবের মধ্যে পঞ্চম প্রজন্মের এসইউ-৫৭ যুদ্ধবিমান অনেকের নজর কেড়েছে।
পৃথিবীজুড়ে অস্ত্রের অন্যতম বড় আমদানিকারক দেশ হয়ে উঠেছে ভারত। রাশিয়া দীর্ঘমেয়াদি সরবরাহকারী ও প্রযুক্তিগত অংশীদার হিসেবে ভারতের সঙ্গে কাজ করছে। দেশটিতে রাশিয়ার সরবরাহ করা যুদ্ধাস্ত্রের মধ্যে রয়েছে এসইউ-৩০এমকেআই যুদ্ধবিমান।
ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র দেশদুটি যৌথভাবে তৈরি করেছে। ভারতীয় সামরিক বাহিনীর ব্যবহৃত হার্ডওয়্যারের প্রায় ৬০ শতাংশ রাশিয়ার তৈরি। উভয় দেশ সম্পর্ক আরও গভীর করার আগ্রহ দেখাচ্ছে।
ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি উচ্চ পর্যায়ের আলোচনার জন্য ৭ মার্চ মস্কো সফর করেন। ভারতের বিবৃতি অনুযায়ী, উভয়পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেছে এবং পারস্পরিক স্বার্থের আঞ্চলিক ও ভৌগোলিক বিষয়গুলো নিয়ে মত বিনিময় করেছে। সফরকালে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পররাষ্ট্র নীতিবিষয়ক সহকারী ইউরি উশাকভ, প্রেসিডেন্ট প্রশাসনের উপ-প্রধান ম্যাক্সিম ওরেশকিন এবং শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী আলেক্সি গ্রুজদেবের সঙ্গে আলোচনা করেন।