ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে ভুল করে বাজলো ভারতের জাতীয় সংগীত

ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে ভুল করে বাজলো ভারতের জাতীয় সংগীত

২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান লড়াইয়ের বাকি আরও একদিন। কিন্তু তার আগেই ভারতের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ বেজে উঠলো।মজার ব্যাপার হচ্ছে, ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরে! যেখানে খেলতেই যাবে না ভারতীয় দল।

অদ্ভুত ঘটনাটি গ্রুপ ‘বি’-তে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ মাঠে গড়ানোর আগের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্লকবাস্টার ম্যাচটি শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়ান জাতীয় সংগীত গাওয়ার জন্য। ইংল্যান্ডের জাতীয় সংগীত শেষ হওয়ার পরে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজার কথা। কিন্তু হঠাৎ করে বেজে ওঠে ‘ভারত ভাগ্য বিধাতা’।  

আয়োজকদের পক্ষ থেকে ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে গান বন্ধ করে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত বাজানো হয়। কিন্তু ততক্ষণে সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে। ওই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ব্যাপকভাবে ট্রলের শিকার হয়।  

এর আগে করাচির জাতীয় স্টেডিয়ামের ছাদে ভারতের পতাকা না থাকা নিয়েও ব্যাপক সমালোচনা হয়েছে। তবে পরে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার আসরের উদ্বোধনী ম্যাচের সময় ভারতের পতাকা উড়তে দেখা গেছে।  

এদিকে আজকের ম্যাচে টস হেরে আগে ব্যাট করছে ইংল্যান্ড। যেখানে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ৪১ ওভারে ২৮০ রান তুলেছে ইংলিশরা। দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন দলটির ওপেনার বেন ডাকেট। ১২৪ বলে ১৪১ রানে অপরাজিত রয়েছেন তিনি। এছাড়া ৭৮ বলে ৬৮ রান করেছেন জো রুট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS