টি-স্পোর্টস সহ যেসব চ্যানেলে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি

টি-স্পোর্টস সহ যেসব চ্যানেলে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি

আগামী বুধবার (১৯ ফেব্রুয়ারি) থেকে পাকিস্তান ও আরব আমিরাতে শুরু হচ্ছে ‘হাইব্রিড’ মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ৯ মার্চ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে এই টুর্নামেন্ট সম্প্রচার করা টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলো।

একনজরে আইসিসির প্রকাশিত চ্যাম্পিয়ন্স ট্রফি সম্প্রচার করা প্ল্যাটফর্মগুলো:

  • বাংলাদেশ: নাগরিক টিভি ও টি-স্পোর্টস। ওটিটি: ট্রফি অ্যাপ।
  • ভারত: জিওস্টার (হটস্টার পোর্টাল, স্টার নেটওয়ার্কের ১৮টি চ্যানেল)
  • পাকিস্তান: পিটিভি ও টেন স্পোর্টস। ওটিটি: মাইকো ও তামাশা অ্যাপ।
  • সংযুক্ত আরব আমিরাত: ক্রিকলাইফ ম্যাক্স ও ক্রিকলাইফ ম্যাক্স ২, ওটিটি: স্টার্সপ্লে।
  • যুক্তরাজ্য: স্কাই স্পোর্টস, স্কাই স্পোর্টস মেইন ইভেন্ট, স্কাই স্পোর্টস অ্যাকশন। ওটিটি- স্কাই গো, নাও, স্কাই স্পোর্টস অ্যাপ।
  • যুক্তরাষ্ট্র ও কানাডা: উইলো টিভি। ওটিটি: ক্রিকবাজ অ্যাপ।
  • ক্যারিবিয়ান আইল্যান্ডস: ইএসপিএন ক্যারিবিয়ান অন টিভি। ওটিটি: ইএসপিএন প্লে ক্যারিবিয়ান অ্যাপ।
  • অস্ট্রেলিয়া: প্রাইম ভিডিও
  • নিউজিল্যান্ড: স্কাই স্পোর্টস নিউজিল্যান্ড, ওটিটি : স্কাই গো, নাও।
  • দক্ষিণ আফ্রিকা ও শাহারান অঞ্চল: সুপারস্পোর্ট ও সুপারস্পোর্ট অ্যাপ।
  • আফগানিস্তান: এটিএন।
  • শ্রীলঙ্কা: মহারাজা টিভি। ওটিটি: সিরাসা।

রেডিও

  • বাংলাদেশ: রেডিও স্বাধীন ৯৪.৪ ও রেডিও ভূমি ৯২.৮ এফএম।
  • যুক্তরাজ্য: বিবিসি রেডিও ৫ স্পোর্টস এক্সট্রা।
  • ভারত: সর্বভারতীয় বেতার।
  • পাকিস্তান: হাম ১০৬.২ এফএম।
  • সংযুক্ত আরব আমিরাত: টক ১০০.৩ এফএম বিগ ১০৬.২ এফএম।
  • শ্রীলঙ্কা: লাখান্দা রেডিও।

এছাড়া আইসিসি টিভি থেকে খেলা দেখা যাবে সাবস্ক্রিপশন নিয়ে। আইসিসির ওয়েবসাইট থেকে খেলার অডিও ধারাবিবরণী শোনা যাবে বিনামূল্যে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS