চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থেকেও আকস্মিক অবসরে স্টয়নিস

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থেকেও আকস্মিক অবসরে স্টয়নিস

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে একাধিক চোটে বিপর্যস্ত অস্ট্রেলিয়া দল। এবার আকস্মিকভাবে ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিলেন দলের তারকা অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।মূলত টি-টোয়েন্টিতে বাড়তি মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত তার।

অস্ট্রেলিয়ার জার্সিতে ৭১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন স্টয়নিস। এর মধ্যে ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপও আছে। গত বছর পাকিস্তানের বিপক্ষে পার্থে সর্বশেষ এই ফরম্যাটে খেলতে দেখা গেছে তাকে। এই ফরম্যাটে তার রান ১৪৯৫ এবং ৪৮ উইকেট। স্টয়নিস ২০২৩ সালের বিশ্বকাপজয়ী দলেরও অংশ ছিলেন।

৩৫ বছর বয়সী স্টয়নিস ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির অস্ট্রেলিয়া স্কোয়াডে ছিলেন। এখন তার বিকল্প খুঁজে বের করতে হবে অজি নির্বাচকদের। তার আগে অলরাউন্ডার মিচেল মার্শ ইনজুরিতে ছিটকে গেছেন। এছাড়া দলের দুই মূল পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজেলউডকে নিয়ে অনিশ্চয়তা কাটেনি।  

সবমিলিয়ে অস্ট্রেলিয়াকে এখন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে সম্ভবত ৪টি পরিবর্তন আনতে হবে। তাদের বিকল্প হিসেবে স্পেন্সার জনসন, জেক ফ্রেজার-ম্যাকগার্ক ও শন অ্যাবটের নাম ভাবা হচ্ছে। এছাড়া অজি কিংবদন্তি রিকি পন্টিং ২৩ বছর বয়সী অলরাউন্ডার মিচ ওয়েনের নাম উল্লেখ করেছেন। তার মধ্যে অনেকেই স্টয়নিসের ছায়া দেখতে পান।

স্টয়নিসের অবসরে অস্ট্রেলিয়ান প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘স্টয়নিস গত দশ বছর ধরে আমাদের ওডিআই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে শুধু ভালো খেলোয়াড়ই নয়, একজন অসাধারণ ব্যক্তিত্বও। তার ওয়ানডে ক্যারিয়ার এবং সমস্ত অর্জনের জন্য তাকে অভিনন্দন জানানো উচিত। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS