News Headline :
তারা থাকলে আমি থাকবো না: বাটলার

তারা থাকলে আমি থাকবো না: বাটলার

কোচ ফুটবলার দ্বন্দ্বে বিভক্ত বাংলাদেশ নারী ফুটবল দল। এই সমস্যা সমাধানে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।গতকাল তদন্ত কমিটির মুখোমুখি হয়েছিলেন কোচ পিটার বাটলার।  

আজ বাফুফে ভবনে সাংবাদিকদের সামনে বিষ্ফোরক মন্তব্য করেছেন তিনি। ১৮ নারী ফুটবলার বাটলারের অধীনে অনুশীলন করছেন না। বাটলারও বিদ্রোহী ফুটবলারদের মধ্যে ছয়-সাত ফুটবলারকে দলে চান না বলে জানিয়েছিলেন। তদন্ত কমিটির সামনেও এমনটাই বলেছেন তিনি। আজ গণমাধ্যমের সামনেও নিজের অবস্থানে অনড় থাকার কথাই জানিয়েছেন এই ব্রিটিশ কোচ।

বিকেলে বাফুফে ভবন থেকে বের হয়ে যাওয়ার সময় জানতে চাওয়া হয়েছিল তার অবস্থান কী? জবাবে প্রথমে তিনি বলেছেন, ‘আমার যা বক্তব্য, তা বিশেষ কমিটিকে বলেছি। আমি আমার অবস্থান ব্যাখ্যা করেছি। ’ 

গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল বিদ্রোহ করা কয়েকজন ফুটবলারকে বাদ দিতে চান পিটার। আজ সেই প্রসঙ্গ আসলে তিনি বলেন, ‘আমি কয়েকজনের নাম দিয়েছি, সেই কয়েকজন থাকলে আমি কোচিং করাব না। নির্দিষ্ট কয়েকজন ফুটবলার অনুশীলনে যাচ্ছে না এবং ভিত্তিহীন অভিযোগ তুলছে। এটা ননসেন্স এবং এসব বন্ধ হওয়া দরকার। ’

শৃঙ্খলা প্রশ্নে কারও সঙ্গে সমঝোতা করতে চান না ইংলিশ কোচ, ‘এটা কোনো ডিপার্টমেন্টাল স্টোর নয়। এখানে সমঝোতার কিছু নেই। তারা থাকলে আমি থাকবো না। একদম পরিষ্কার। বাংলাদেশ দুইবারের সাফ চ্যাম্পিয়ন। কয়জন নারী বিদেশে লিগ খেলে? বিদেশি লিগে না থাকার কারণ ডিসিপ্লিন। আমি ইংলিশ ও ফুটবল সংস্কৃতি সম্পর্কে জানি। যেটা চলছে সেটি গ্রহণযোগ্য নয়। ’

বিষয়টি নিয়ে তদন্ত করছে বাফুফে। বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেওয়ার কথা বিশেষ কমিটির। এর মধ্যে কোচের এই বক্তব্য নতুন করে জটিলতা সৃষ্টি করতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS