রাষ্ট্রদূতদের নিরাপত্তা সোমবার থেকেই প্রত্যাহার করা হয়েছে: পররাষ্ট্র সচিব

রাষ্ট্রদূতদের নিরাপত্তা সোমবার থেকেই প্রত্যাহার করা হয়েছে: পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন: রাষ্ট্রদূতদের নিরাপত্তা সোমবার থেকেই প্রত্যাহার হয়েছে। এই সিদ্ধান্ত দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে না।

সচিব আজ বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এই কথা জানান।

তিনি বলেন, হলি আর্টিজান ঘটনার পরবর্তী জঙ্গী উত্থানের সময় তাদের জন্য বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছিলো। এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো হওয়ায় সেটা তুলে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের সাথে অন্য কিছুকে মেলানোর সুযোগ নেই। কেননা, ভিয়েনা কনভেনশন মেনেই তাদের জন্য প্রাপ্য নিরাপত্তা দেওয়া হচ্ছে। দূতাবাস, রাষ্ট্রদূতের বাসভবন ও রাষ্ট্রদূতের চলাচলের জন্য যতটা নিরাপত্তা প্রাপ্য তার সবই দেওয়া হচ্ছে। শুধু পুলিশ প্রটোকল তুলে নেওয়া হয়েছে। যেটা মূলত তাদের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS