আমার ভালো কাজে তিনি গর্বিত হতেন: শাকিব

আমার ভালো কাজে তিনি গর্বিত হতেন: শাকিব

বীর মুক্তিযোদ্ধা, চিত্রনায়ক ও ঢাকা ১৭ আসনের এমপি আকবর পাঠান ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সুপারস্টার শাকিব খান। নিজের ফ্যান পেজে একটি পোস্ট দিয়ে শাকিব লেখেন, ফারুকের মৃত্যুতে তিনি অভিভাবক হারানোর শোক অনুভব করছেন।

শাকিব খান শোকবার্তায় লিখেছেন, চলে গেলেন আমাদের প্রিয় মিঁয়া ভাই (আকবর পাঠান ফারুক)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

চলচ্চিত্রের সব জ্যৈষ্ঠ গুণীজনরা শাকিবকে সবসময় স্নেহে আগলে রাখেন। নায়ক ফারুকও ছিলেন তেমন। শাকিব বলেন, যতদিন তিনি সুস্থ সবল ছিলেন, ততদিন আমাকে স্নেহে আগলে রেখেছিলেন।

”আমার যে কোনো ভালো কাজ এবং ছবির পোস্টার কিংবা ট্রেলার রিলিজ দেখে তিনি নিজ থেকে অ্যাপ্রিসিয়েট করে গর্বিত হতেন।”

শাকিব বলেন, আমার কাছে শ্রদ্ধাভাজন এই মানুষটি ছিলেন চলচ্চিত্র অঙ্গনে প্রাজ্ঞজনদের একজন। কাজে কিংবা কাজের বাইরে এই মহান মানুষটির সাথে আমার অসংখ্য স্মৃতি।

তার প্রয়াণে প্রিয় অভিনেতা হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। ওপারে অনেক শান্তিতে থাকবেন।

দেড় বছর সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন আকবর পাঠান ফারুক। সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই চিত্রনায়কের ছেলে রওশন হোসেন পাঠান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, মঙ্গলবার নায়ক ফারুকের মরদেহ দেশে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে।

নায়ক ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS