দুই ট্রফি নিয়ে রংপুর যাচ্ছে রংপুর রাইডার্স

দুই ট্রফি নিয়ে রংপুর যাচ্ছে রংপুর রাইডার্স

দেশের ইতিহাসে প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি দল বিদেশে গিয়ে ট্রফি নিয়ে ফিরেছিল। গ্লোবাল সুপার লিগ জিতে দেশের ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিল রংপুর রাইডার্স।এবার দলটা সেই চকচকে ট্রফি নিয়ে ঘুরতে যাবে নিজেদের ডেরা রংপুরে। সাথে থাকবে আরেকটি ট্রফিও, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিপিএল ট্রফিও একইসাথে নিয়ে যাবে রংপুর রাইডার্স।

আগামী ২০ জানুয়ারির এই ট্রফি ট্যুরে নানান আয়োজন করেছে রংপুর রাইডার্স। দলটার ক্রিকেটাররা হেলিকপ্টারে এসে যোগ দেবে রংপুরে। সেখানে দুই ট্রফি (জিএসএল, বিপিএল) নিয়ে থাকছে নানান কার্যক্রমও।

দেড় হাজার জার্সি ফ্যানদের দেওয়া হবে পুরো রংপুরে। বিপিএল মাসকট ‘ডানা ৩৬’ ও থাকছে এই আয়োজনে। দুপুর একটায় দুই ট্রফি নিয়ে শহর প্রদক্ষিণ করবে রংপুর রাইডার্স। দুপুর দুইটায় রংপুর ক্রিকেট গার্ডেনে প্লেয়ার মিট অ্যান্ড গ্রিট। এমনকি ট্রফির সাথেও ছবি তোলার সুযোগ থাকবে সাধারণ ক্রিকেটপ্রেমীদের। বিকেল তিনটা থেকে কনসার্টও আয়োজন হচ্ছে। থাকবেন দেশ বরেণ্য ব্যান্ড ‘এভোয়েড রাফা’।

এর আগে ২০২৪ এর ৬ ডিসেম্বরে গায়নায় গ্লোবাল সুপার লিগের ট্রফি জিতেছিল রংপুর। যেখানে পাঁচ দলের এই টুর্নামেন্টে ভিন্ন পাঁচ দেশের সেরা পাঁচ দল অংশ নিয়েছিল। ফাইনালে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে রংপুর জিতেছিল নুরুল হাসান সোহানের নেতৃত্বে।

দুই ট্রফির বিশাল আয়োজনে প্রস্তুত রংপুর রাইডার্স। আপনি প্রস্তুত তো?

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS