ফর্টিসের সঙ্গে কিংসের ড্র

ফর্টিসের সঙ্গে কিংসের ড্র

চলতি মৌসুমটা ভালো কাটছে না টানা পাঁচ আসরের শিরোপা জয়ী ক্লাব বসুন্ধরা কিংসের। গত মৌসুমের ট্রেবল জয়ীরা এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে নিজেদের সেভাবে মেলে ধরতে পারছে না।আজ ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। শুরু তে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে কোচ ভ্যালেরিউ তিতার দলকে।  

ম্যাচের ১১ মিনিটে গোলের দেখা পায় বসুন্ধরা। মিগেল ফিগেইরার বাড়িয়ে দেওয়া বল থেকে জালভেদ করেন তপু বর্মন। গোল করে জনপ্রিয় দক্ষিণী সিনেমা পুষ্পার অনুসরণে উদযাপন করেন তিনি। ফর্টিস সমতার ভালো সুযোগ পায় ২৮ মিনিটে। ডান দিয়ে বল নিয়ে বক্সে ডুকে পড়া পিয়াস আহমেদ নোভার শট ইসায়াহ এজের গায়ে লেগে বাতাসে ভেসে চলে যায় গোলমুখে, সেখানে ওমর সার হেড করলেও বল তপুর গায়ে লেগে বেরিয়ে যায় ক্রসবারের উপর দিয়ে। প্রথমার্ধে ১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বসুন্ধরা কিংস।

দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে কামাচাই মারমার পাস থেকে গোল করে ফর্টিসকে সমতায় ফেরান বদলি নামা মিডফিল্ডার মোহাম্মদ আবদুল্লাহ। তিন বারের চেষ্টায় জালের পান তিনি। প্রথম শট তপু ক্লিয়ার করলে বল ফের চলে যায় আব্দুল্লাহর কাছেই। তার দ্বিতীয় শটও ব্লকড হয় রক্ষণে। তৃতীয় প্রচেষ্টায় নিখুঁত শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার।  

৬৮তম মিনিটে দামাসেনার শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক সারোয়ার জাহান। কর্নারে ইজে হেডে জালে বল জড়ালেও গোল পায়নি কিংস। ওই সময় খেলোয়াড় বদল হওয়ার কারণে ফর্টিসের খেলোয়াড়রা ছিলেন না সক্রিয়। রেফারির নির্দেশে দামাশেনো ফের কর্নার নিলেও লাভ হয়নি কিংসের।

এ ম্যাচ দিয়েই শেষ হলো লিগের প্রথম পর্ব। আট ম্যাচের সবগুলো জিতে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মোহামেডান। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে দিনের অন্য ম্যাচে ১-০ গোলে হারিয়ে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আবাহনী। ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রহমতগঞ্জ।

কিংসের সামনে সুযোগ ছিল এক লাফে পঞ্চম থেকে তৃতীয় সারিতে উঠে আসার, কিন্তু আশা জাগিয়েও ব্যর্থ হওয়া ভ্যালেরি তিতের দল ১৪ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS