বরখাস্ত হলেন বেলজিয়ামের কোচ

বরখাস্ত হলেন বেলজিয়ামের কোচ

দায়িত্ব পাওয়ার দুই বছর পূর্ণ হওয়ার আগেই বেলজিয়ামের প্রধান কোচ পদ থেকে বরখাস্ত হলেন ডমিনিকো তেদেস্কো। এক বিবৃতিতে বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) বিষয়টি নিশ্চিত করেছে।

টানা ব্যর্থতার জেরে ভীষণ চাপে ছিলেন এই ইতালিয়ান-জার্মান কোচ। তার অধীনে সবশেষ ১০ ম্যাচের মধ্যে ২টিতে জয়ের মুখ দেখেছে বেলজিয়াম।  

গত নভেম্বরে ন্যাশনস লিগের ম্যাচে ইসরায়েলের কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল বেলজিয়াম। সেটিই এখন দলটির ডাগআউটে তার শেষ উপস্থিতি হয়ে রইলো। ওই ম্যাচ হেরে গ্রুপে তৃতীয় হয়েছিল বেলজিয়াম।  

২০২২ কাতার বিশ্বকাপ ব্যর্থতার জেরে রবার্তো মার্তিনেজ বিদায় নিলে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বেলজিয়ামের দায়িত্ব নিয়েছিলেন তেদেস্কো। কিন্তু তার অধীনে ২০২৪ সালের ন্যাশনস লিগ ও ইউরোয় ভালো করতে পারেনি বেলজিয়ানরা। ইউরোর শেষ ষোলোয় তারা ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয়।

বেলজিয়ামের কোচ হিসেবে ৩৯ বছর বয়সী তেদেস্কোর শুরুটা অবশ্য দারুণ হয়েছিল। তার অধীনে দলটি টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল। কিন্তু ইউরোর পারফরম্যান্সে তার সব অর্জন মাটি হয়ে যায়। তার সঙ্গে সম্পর্কের অবনতি হয় রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কুর্তোয়ার। ৩২ বছর বয়সী গোলকিপার জানিয়ে দিয়েছিলেন, তেদেস্কোর অধীনে আর খেলবেন না তিনি। এরপর গত ডিসেম্বর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ড্র করার পর  তার বিদায় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল।  

বেলজিয়ামের নতুন কোচ হিসেবে থিয়েরি অঁরির নাম শোনা যাচ্ছে। এর আগে এই ফরাসি কিংবদন্তি মার্তিনেজের সহকারী হিসেবে কাজ করেছেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS