তামিমের ফিফটিতে বরিশালের দাপুটে জয়

তামিমের ফিফটিতে বরিশালের দাপুটে জয়

চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে অনায়াসে হারাল ফরচুন বরিশাল।  অধিনায়ক তামিম ইকবালের ফিফটিতে ৮ উইকেটের দাপুটে জয় নিয়ে মাঠ ছেড়ে তারা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ১৩৯ রানেই গুটিয়ে যায় ঢাকা ক্যাপিটালস। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৪৪ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৬২ রান করে বিদায় নেন এই ওপেনার।  

১৭ বলে ১৩ রান করা লিটনকে ফিরিয়ে ৩১ রানে রিপন মন্ডল ভাঙে ঢাকার ওপেনিং জুটি। লিটনের পর সাব্বির-মোসাদ্দেকও পনেরোর আগেই ধরেন সাজঘরের পথ। শেষদিকে ফরমানউল্লাহ শাফি ১৬ বলে ২২ রান করেন।

বরিশালের পক্ষে তানভীর ইসলাম তিনটি, ফাহিম আশরাফ দুটি এবং জাহান্দাদ খান, রিপন মণ্ডল ও মাহমুদউল্লাহ রিয়াদ একটি করে উইকেট শিকার করেন।

তাড়া করতে নেমে শুরুতেই নাজমুল হোসেন শান্তর (২) উইকেট হারায় বরিশাল। তবে দ্বিতীয় উইকেটে ১১৭ রানের জুটি গড়ে জয়ের পথ সহজ করে দেন তামিম ও দাভিদ মালান। ৪৮ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬১ রানে তামিম শিকার হন থিসারা পেরেরা। তবে জাহান্দাদ খানকে ৪ ওভার আগে দলের জয় নিশ্চিত করেন মালান। ৪১ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৯ রানে অপরাজিত থাকেন বাঁহাতি এই ব্যাটার। ৪ বলে ২ ছক্কায় ১৩ রান আসে জাহান্দাদের ব্যাট থেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS