উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে তাসকিন

বল হাতে দারুণ সময় কাটাচ্ছেন তাসকিন আহমেদ। বিপিএলেও দারুণ ফর্মে আছেন তিনি।৬ ম্যাচে ১৪ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেটশিকারি এই ডানহাতি ফাস্ট বোলার।  

আসলে গত ২০২৪ সালজুড়েই দুর্দান্ত ছন্দে ছিলেন তাসকিন। এবার তার পুরস্কার পেলেন তিনি। জায়গা করে নিয়েছেন উইজডেনের বর্ষসেরা একাদশে। সীমিত ওভারের ক্রিকেটে ৭ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন এই ২৯ বছর বয়সী পেসার।  

শুধু ওয়ানডে কেন, গত বছর টেস্ট ও টি-টোয়েন্টিতেও দারুণ ফর্মে ছিলেন তাসকিন। সবমিলিয়ে ৩৪ ইনিংসে বল করে নিয়েছেন ৬৪ উইকেট। বাংলাদেশের হয়ে গত বছর এত উইকেট আর কেউ পাননি।  

উইজেডেনের বর্ষসেরা একাদশে তাসকিন ছাড়া বাংলাদেশের আর কোনো ক্রিকেটার জায়গা পাননি। একাদশে আধিক্য রয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটারদের। তারা হচ্ছেন- পাথুম নিশাঙ্কা (৬৯৪ রান), কুশল মেন্ডিস (৭৪২ রান) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (২৬ উইকেট ও ৮৭ রান)।  

একাদশে জায়গা পেয়েছেন পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব (৫১৫ রান ও ৫ উইকেট) এবং বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি (১৫ উইকেট)। আফগানিস্তানের ক্রিকেটারদের মধ্যে জায়গা পেয়েছেন আজমতউল্লাহ ওমরজাই (৪১৭ রান ও ১৭ উইকেট) এবং আল্লাহ গজনভর (২১ উইকেট)। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের শেরফেন রাদারফোর্ড (৪২৫ রান ও ২ উইকেট) ও কেসি কার্টি (৫৬০ রান)। আর আছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন (২৮৬ রান ও ৪ উইকেট)।

তবে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাননি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া, রানার্সআপ ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কেউই।

উইজডেনের বর্ষসেরা একাদশ: সাইম আইয়ুব, পাথুম নিশাঙ্কা, কেসি কার্টি, কুশল মেন্ডিস, আজমতউল্লাহ ওমরজাই, লিয়াম লিভিংস্টোন, শেরফান রাদারফোর্ড, ওয়ানিন্দু হাসারাঙ্গা, শাহীন শাহ আফ্রিদি, আল্লাহ গজনফর, তাসকিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS