ক্যাম্পে ফিরেছেন সাবিনারা

ক্যাম্পে ফিরেছেন সাবিনারা

গত বছর টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালে সাফ শিরোপা জয়ের পর ছুটিতে যান নারী ফুটবলাররা।লম্বা ছুটি শেষে আজ থেকে শুরু হয়েছে নারী ফুটবলারদের ক্যাম্প।  

আজ বাফুফে ভবনে এমনটাই জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।  

ছুটি কাটিয়ে আজ ক্যাম্পে ফিরছেন ১৩ জন ফুটবলার। আগামী শনিবারের মধ্যে ফেরার কথা বাকীদেরও। এ নিয়ে বাফুফের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে (বুধবার) বাংলাদেশ মহিলা জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। আজকের মধ্যেই সবাই যোগ দেবে (ক্যাম্পে)। ৩১ জনকে আমরা ক্যাম্পে আসার জন্য বলেছি। আমার জানা মতে, এখন পর্যন্ত ১৩ জন এখানে (ক্যাম্পে) যোগ দিয়েছে, রাতের মধ্যেই আসবে (অন্যরা)। কয়েকজন খেলোয়াড় ব্যক্তিগত কাজে এবং চিকিৎসার জন্য ছুটি চেয়েছে। হয়ত তারা ১৮ তারিখের মধ্যে ফিরবে। ’ 

মেয়েদের ক্যাম্প নিয়ে বাফুফের মনোভাব বরাবরই ইতিবাচক। তবে জাতীয় দলের খেলা নিয়ে তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি। অন্তত সাফ জয়ের পর এই দীর্ঘ সময়ে, বিশেষ করে আগামী ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে জাতীয় দল কোনো ম্যাচ খেলতে পারছে না, এটা অনেকটাই নিশ্চিত। এবার ফেডারেশন পাখির চোখ করছে আসন্ন মার্চ উইন্ডোকে। সে কারণেই মেয়েদেরকে ক্যাম্পে ডাকা।  

সাধারণ সম্পাদকের কথায়, ‘আমরা পরিকল্পনা করছি মার্চ উইন্ডোতে ম্যাচ আয়োজন করার জন্য। ততদিন আমাদের এখানে সহকারী কোচ আছেন তাদের অধীনে অনুশীলন করবেন খেলোয়াড়েরা। ’ তবে মার্চ উইন্ডোতে কার বিপক্ষে খেলার সম্ভাবনা জেগেছে এ নিয়ে জানতে চাইলে ইমরান হোসেন তুষার বলেন, ‘আমি এখনো স্পষ্টভাবে তেমন কিছু বলতে পারব না যে কোন দেশের সঙ্গে আমরা খেলবো। আমরা ১৩টা দেশকে ইনভাইটেশন পাঠিয়েছি। তো আমরা যখন ফিডব্যাক পাব… শর্টলিস্টেড হবে, তখন আপনাদের বলতে পারব। ’ 

প্রায়শই কোনো ফিফা উইন্ডোর আগে এমন বক্তব্য শোনা যায় বাফুফের থেকে। তবে শেষ পর্যন্ত কতটা বাস্তবায়ন হয় সেটাই আপাতত দেখার অপেক্ষা।

মাঠের লড়াইয়ের আগে মেয়েরা মাঠের অনুশীলনও শুরু করতে পারছে না। কেননা নারী দলের কোচ জেমস পিটার বাটলার থাকবেন নাকি নতুন কোচ নিয়োগ হবে সেটি এখনো অনিশ্চিত। কদিন আগে অবশ্য পিটার বাটলারের থাকা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।  

এদিকে কোচের ব্যাপারে তেমন কোনো মন্তব্য করেননি বাফুফের সাধারণ সম্পাদক, ‘দেখুন পিটার বাটলার নাকি নতুন কোচ, এটা নিয়ে চুক্তি সম্পাদনের পর বলতে পারব। এটা অফিসিয়ালি হওয়ার পর আমরা আপনাদেরকে বলতে পারব। আমরা চেষ্টা করছি এটা অতি দ্রুত করার জন্য। ’ 

এরপর তিনি বলেছেন যে মেয়েরা যাতে আগেভাগে অনুশীলন করতে পারে সেজন্য তাদের ক্যাম্পে ডাকা। কিন্তু সেই অনুশীলনটা কার অধীনে হবে সেটিই বড় প্রশ্ন। ইমরান তুষার অবশ্য জানিয়েছেন এই সময়টা মেয়েরা সহকারী কোচের অধীনেই অনুশীলন করবে; কিন্তু সেটি মাঠের অনুশীলন নাকি ফিটনেস ট্রেনিং তা নিয়েও রয়েছে ধোঁয়াশা, ‘অনেক দিনের একটা ছুটি ছিল, তো আগে কোচরা তাদের (খেলোয়াড়দের) ফিটনেসের ওপর জোর দেবে। এখানে আমরা জিম সেশন এবং ফিটনেস সেশন শুরু করব। পরবর্তীতে যখন জাতীয় দলের কোচ নির্ধারিত হবে, তখন তার নেতৃত্বে মাঠের অনুশীলন শুরু হবে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS