খুশদিল-ইফতিখারের শতরান পেরোনো জুটিতে রংপুরের ১৮৬

খুশদিল-ইফতিখারের শতরান পেরোনো জুটিতে রংপুরের ১৮৬

শুরুতে রান তেমনটা বের করতে পারেনি রংপুর রাইডার্স। তবে নাসুম আহমেদের করা ১৫তম ওভারে টানা ৪ ছক্কা হাঁকিয়ে গতিপথ বদলে দেন খুশদিল শাহ।ইফতিখার আহমেদের সঙ্গে তার শতরান পেরোনো জুটিতে ভর করে রংপুর ৫ উইকেট হারিয়ে দাঁড় করায় ১৮৬ রানের সংগ্রহ।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান। উদ্বোধনী জুটি  থেকে আসে কেবল ১৯ রান। স্টিভেন টেলরকে বোল্ড করে এই জুটি ভাঙেন আবু হায়দার রনি। তিনে নামা সাইফ হাসানও টিকতে পারেননি বেশিক্ষণ। ১১ বলে ৭ রানে হাসান মাহমুদের শিকার হন তিনি।

থিতু হলেও তৌফিক খানকে ফিরতে হয় ৩০ বলে ৩৬ রান করে। রনির বলে মোহাম্মদ নাওয়াজের হাতে ক্যাচ তুলে দেন এই ওপেনার।

রংপুর ৭০ রানে ৩ উইকেট হারালেও  চতুর্থ উইকেটে ১১৫ রান যোগ করেন খুশদিল-ইফতিখার। সেই জুটি থামে হাসানের বলে ইফতিখার এলবিডব্লিউ হলে। ৩৬ বলে ৫ চারে ৪৩ রান করেন এই ব্যাটার। তবে তার স্বদেশি খুশদিল অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। ৩৫ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৭৩ রান করেন তিনি।

খুলনা টাইগার্সের হয়ে দুটি করে উইকেট নেন রনি ও হাসান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS