News Headline :
রাজশাহীতে বিক্ষোভ, নেতানিয়াহুর কুশপুতুলে আগুন জামালপুরে চেক প্রতারণার মামলায় বিএনপি নেতার কারাদণ্ড ফিলিস্তিন ইস্যুতে লুটপাট প্রতিবাদের ভাষা হতে পারে না: পররাষ্ট্র উপদেষ্টা রাশিয়ার ‘অ্যাটমস্কিলস চ্যাম্পিয়নশিপে’ ৫ বাংলাদেশি পুরস্কৃত গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা গাজা-রাফায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবি যশোরের সাংবাদিকদের কুমিল্লায় কেএফসিতে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ৪ ট্রাম্পের ঘোষণার পর ক্রিপ্টোবাজারেও অস্থিরতা, কমেছে বিটকয়েনের দাম ভিয়েতনাম থেকে এলো ১২ হাজার ৭০০ টন আতপ চাল মুন্সিগঞ্জে দু-এক মাসের মধ্যে মেডিকেল কলেজের কাজ শুরু হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বর্ণিল আয়োজনে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে নববর্ষবরণ

বর্ণিল আয়োজনে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে নববর্ষবরণ

উৎসবমুখর পরিবেশে আকর্ষণীয় আতশবাজির মধ্য দিয়ে ইংরেজি নতুন বছর ২০২৫ সালকে বরণ করে নিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।  

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে সিডনির অপেরা হাউস ও হারবার ব্রিজের আতশবাজির বিচ্ছুরণ দেখতে লাখ লাখ মানুষ জমায়েত হন।ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজতেই দুই স্পটের আকাশে দেখা যায় বর্ণিল আলোকচ্ছটা ও আতশবাজি। 

বর্ষবরণের আয়োজনে ফোটানো হচ্ছে নয় টন আতশবাজি। প্রথমবারের মতো, শোতে ড্রোনের মাঝ আকাশ থেকে আতশবাজি বিস্ফোরিত হওয়ার পাশাপাশি হারবার ব্রিজের পশ্চিম দিক থেকে প্রদর্শন দেখানো হয়েছে।

তবে সবার আগে নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। নববর্ষ উদযাপনকারী প্রথম এই দেশটির বৃহত্তম ক্রিসমাস দ্বীপ সবার আগে নতুন বছরে পদার্পণ করেছে।

এরপরই দ্বিতীয় দেশ হিসেবে নতুন বছরকে আতশবাজির ঝলকানিতে বরণ করে নিয়েছে ওশেনিয়া অঞ্চলের দেশ নিউজিল্যান্ড। অকল্যান্ডের বিখ্যাত স্কাই টাওয়ারে আতশবাজির ঝলকানি এবং জমজমাট আলোকসজ্জা প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায়  নিউজিল্যান্ড।

আগামী কয়েক ঘণ্টার মধ্যে কোটি কোটি মানুষ বিশ্বজুড়ে নতুন বছরকে বরণে মেতে উঠবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS