জমজমাট লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারাল নিউজিল্যান্ড

জমজমাট লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারাল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের ছুড়ে দেওয়া ১৭৩ রানের বড় লক্ষ্য পেয়েও দারুণভাবে এগিয়ে যাচ্ছিল শ্রীলঙ্কা। এমনকি তাদের উদ্বোধনী জুটিতেই আসে ১২১ রান।লঙ্কানদের সামনে যখন সহজ জয় উঁকি দিচ্ছে, তখনই নামে বিপর্যয়। পরের ৪৩ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ফেলে তারা।  

শেষ পর্যন্ত ৮ রানে হেরেছে শ্রীলঙ্কা। আর তাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। আগামী সোমবার মাউন্ট মঙ্গানুইয়েই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

মাউন্ট মঙ্গানুইয়ে আজ আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছিল কিউইরা। প্রথম ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৫ রান করে তারা। তবে এরপর ডেরিল মিচেল ও ব্রেসওয়েলের ৬০ বলে ১০৫ রানের জুটিতে ১৭২ রানের বড় সংগ্রহ পেয়ে যায় তারা।  

জবাবে ১৩ ওভার শেষে বিনা উইকেটে ১২০ রান তুলেছিল শ্রীলঙ্কা। এরপরই জ্যাকব ডাফির বলে আসা-যাওয়ার মিছিলের শুরু। এরপর জ্যাকব ডুফি এক ওভারেই ৩ উইকেট তুলে নিয়ে মূল ধাক্কাটা দেন। এর মধ্যে ৩৬ বলে ৪৬ রান করা কুশল মেন্ডিসকে বিদায় করে উদ্বোধনী জুটি ভাঙেন কিউই পেসার।

এর এক বল পরেই কুশল পেরেরা ও কামিন্দু মেন্ডিসকে ফেরান ডাফি। তারপরও ম্যাচ থেকে একেবারে ছিটকে যায়নি শ্রীলঙ্কা। কারণ ক্রিজে তখনও ছিলেন পাথুম নিশাঙ্কা। সেঞ্চুরির দিকে ছুটছিলেন এই লঙ্কান ওপেনার। কিন্তু ১৯তম ওভারে যখন বিদায় নেন, তখন তার নামের পাশে ৬০ বলে ৯০ রান।

নিশাঙ্কা আউট হওয়ার পর মূলত ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা। ৪ উইকেট হাতে রেখে শেষ ওভারে লঙ্কানদের লক্ষ্য দাঁড়ায় ১৪ রান। জ্যাকারি ফোকসের ওই ওভারের প্রথম বলেই বিদায় নেন মহেশ থিকসানা। পরের বলেই রানআউট হন ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাকি ৪ বলে ৫ রান তুলতে পারে শ্রীলঙ্কা।  

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৭২/৮ (মিচেল ৬২, ব্রেসওয়েল ৫৯; ফার্নান্দো ২/২২, থিকসানা ২/২৯, হাসারাঙ্গা ২/৩৩)
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৪/৮; নিশাঙ্কা ৯০, মেন্ডিস ৪৬; ডাফি ৩/২১, ২৮/২)

ফলাফল: নিউজিল্যান্ড ৮ রানে জয়ী।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS