আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও কমেছে। শুক্রবার (১২ মে) তা ১ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের ডলার শক্তিশালী হয়েছে। এছাড়া ইউএস বন্ড ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে স্বর্ণের দর নিম্নমুখী রয়েছে।
এ কার্যদিবসে আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ২৪ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ২০১০ ডলার ৮৪ সেন্টে। দিনের শুরুতে বেঞ্চমার্কটির দর নিম্নমুখী হয় শূন্য দশমিক ৭ শতাংশ।
একই কর্মদিবসে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। আউন্সপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ২০১৬ ডলার ৪০ সেন্টে।
এদিন ডলার সূচক ব্যাপক বেড়েছে। দৈনিক ভিত্তিতে গত ১ মাসের মধ্যে যা সর্বোচ্চ। আর সাপ্তাহিক হিসাবে গত ফেব্রুয়ারির পর সবচেয়ে বেশি।এতে অন্যান্য মুদ্রা ধারণকারীদের কাছে আকর্ষণ হারিয়েছে স্বর্ণ।
১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। নিরাপদ আশ্রয় ধাতুটির মূল্য হ্রাসের এটিও অন্যতম কারণ।
আরজে ফিউচার্সের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক বব হাবেরকর্ন বলেন, মার্কিন ঋণের পরিসীমা নির্ধারণ নিয়ে সমস্যা দেখা দিয়েছে। সেটা মিটমাট হতে কয়েক সপ্তাহ লেগে যাবে। এতে ডলার শক্তিশালী হয়েছে। ফলে স্বর্ণের লোকসান ঘটেছে। তবে সেটার পরিমাণ সীমিত। আশা করি, আগামীতে গুরুত্বপূণ ধাতুটিতে লাভের মুখ দেখবে।