আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) বাংলাদেশে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে ফিন্যান্স অ্যাসিস্ট্যান্ট পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: ফিন্যান্স অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় ফিন্যান্স বিভাগে অন্তত এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা জানা থাকলে ভালো। বাংলাদেশের শরণার্থী বিষয়ে জানাশোনা থাকতে হবে। এমএস অফিস প্যাকেজের কাজ জানতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: এনআরসির নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন। এ ছাড়া কর্মী ও কর্মীর পরিবারের নির্ভরশীল সদস্যদের জন্য গোষ্ঠী বিমা, ২৪ ঘণ্টা সাইকোসোস্যাল অ্যাসিস্ট্যান্টের সুবিধা, বছরে দুটি উৎসব বোনাস, চাকরি শেষে আর্থিক সুবিধা, মাতৃত্বকালীন ভাতা, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটিসহ অন্যান্য ছুটির সুযোগ আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এনআরসির ওয়েবসাইটের এ লিংক থেকে বিস্তারিত তথ্য জেনে APPLY NOW বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৮ ডিসেম্বর ২০২৪।