নতুন বাংলাদেশে নতুন বিপিএল: আসিফ মাহমুদ

নতুন বাংলাদেশে নতুন বিপিএল: আসিফ মাহমুদ

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবকিছুতেই ছিল জুলাই অভ্যূত্থানের ছোঁয়া। বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনই বিপিএলের জন্য করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।সোমবার মিরপুরে শুরু হয়েছে মিউজিক ফেস্ট, হবে সিলেট ও চট্টগ্রামেও।  

সোমবার মিরপুরে বিপিএলের উদ্বোধন করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি জুলাই অভ্যূত্থানের স্মৃতির কথা স্মরণ করেন। থিম সং, মাস্কট, গ্রাফিতিসহ বিভিন্ন আয়োজন থাকছে বিপিএলে। তার বিশ্বাস, নতুন বাংলাদেশে হবে নতুন বিপিএল।  

তিনি বলেন, ‘আপনারা জানেন একটা দীর্ঘ লড়াইয়ের পর আমরা আজকের এই বাংলাদেশে আছি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে আমরা দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ’

‘এবারের বিপিএলে থিম সং ও মাস্কটসহ কিছু নতুন নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠের খেলাও যেন উপভোগ্য হয়। সেজন্য বিসিবি অনেক কাজ করেছে। আজকের এই আয়োজনকে সফল করার জন্য ও একটি সুন্দর বিপিএল সবাইকে উপহার দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন আমাদের এই উদ্যোগের সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেও সরাসরি যুক্ত ছিলেন। সর্বোপরি আশা করি এবারের বিপিএলে নতুন বাংলাদেশের একটি নতুন বিপিএল হিসেবে সবার নিকট উপভোগ্য হবে। ’

বিপিএলের মিউজিক ফেস্টে গাইবেন পাকিস্তানি তারকা শিল্পী রাহাত ফতেহ আলী খান। এছাড়াও দেশি বেশ কিছু ব্যান্ড ও সংগীত শিল্পীও থাকবেন এই আয়োজনে। এসব আয়োজনের পাশাপাশি মাঠের ক্রিকেটটাও উপভোগ্য দেখতে চান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

তিনি বলেন, ‘আজকে মিউজিক ফেস্টটা শুরু হলো। যারা আসছেন, সবাইকে ধন্যবাদ। খুব ভালো লাগছে আমার। আমার মনে হয় যে এবারের বিপিএলটা আপনারা এর মধ্যে জেনে গেছেন, অনেকগুলো কাজ করেছি। প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় আমরা থিম সং ও গ্রাফিতি উন্মোচন করেছি। অনেকগুলো ইভেন্ট হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি এই কনসার্টগুলো শেষ হওয়ার পর আমাদের মেইন ইভেন্ট যেটা খেলা সেটা শুরু করবো, আমি সবচেয়ে বেশি আশা করবো তারা (দলগুলো) যেন খুব ভালোভাবে অংশ নেয়। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS