মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসালেন মিরাজ

মাহমুদউল্লাহকে প্রশংসায় ভাসালেন মিরাজ

বাংলাদেশের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ প্রস্তুতির মঞ্চ ছিল ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। কিন্তু তাতে খুব একটা ভালো করতে পারেনি তারা।তিন ম্যাচের সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ। এই হতাশার মধ্যেও আলো ছড়িয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিন ম্যাচে হাঁকিয়েছেন ফিফটি। তাইতো রিয়াদকে প্রশংসায় ভাসারেন মেহেদী হাসান মিরাজ।

সবশেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে ৩২১ রান করেও। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে এটি রেকর্ড রান তাড়া। এর আগে বাংলাদেশের বিপক্ষেই এতদিনের সর্বোচ্চ ২৯৪ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শেষে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, নিজেদের উন্নতি জায়গা বুঝতে পারছেন তারা।

তিনি বলেন, ‘এই সিরিজের পরই আমাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা জানি, আমাদের কোথায় উন্নতি প্রয়োজন। আশা করি, সামনে এগিয়ে যাওয়ার পথে আমরা বুঝতে পারব কীভাবে সেসব জায়গায় উন্নতি করতে হবে। ’

বাংলাদেশ হোয়াইটওয়াশ হলেও দুর্দান্ত খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিন ম্যাচেই অপরাজিত থেকে ১৯৬ রান করেছেন। সিরিজের শেষ ম্যাচে খেলেছেন ৬৩ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস। এর মধ্যে ষষ্ঠ উইকেটে জাকের আলীকে নিয়ে গড়েছেন অবিচ্ছিন্ন ১৫০ রানের জুটিও।  

সিনিয়র এই ক্রিকেটারকে নিয়ে মিরাজ বলেন, ‘(মাহমুদউল্লাহ) খুব ভালো করেছেন। সিরিজে তিনটি ফিফটি করেছেন, যা দলের জন্য খুব ভালো ব্যাপার। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। এই সিরিজে তরুণদের দায়িত্ব নেওয়ার সুযোগ ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি করতে পারিনি। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS