আরও একবার দেখা গেল টেইলর সুইফটের উদারতা

আরও একবার দেখা গেল টেইলর সুইফটের উদারতা

আমেরিকান পপশিল্পী গায়িকা টেইলর সুইফট। সম্প্রতি শেষ হয়েছে তার ঐতিহাসিক মিউজিক্যাল ট্যুর।এই ট্যুর থেকে ২ বিলিয়ন ডলার আয় করেছেন সুইফট যা ইতিহাস তৈরি করেছে।

জানা গেছে, সেই আয় থেকে ১৯৭ মিলিয়ন ডলার বোনাস হিসেবে তার ট্যুরের সঙ্গে জড়িত সকল সদস্যদের মধ্যে বিতরণ করেছেন গায়িকা। যা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ৩৫৭ কোটি ৭০ লাখ।

এ বোনাস টেইলরের কর্মীরা তাদের নিয়মিত বেতনের বাইরের অংশ হিসেবে পাবেন। এরাস ট্যুরের সঙ্গে যুক্ত প্রতিটি সদস্য এই বোনাসের একটি অংশ পেয়েছেন।

এর মধ্যে রয়েছে ট্রাক ড্রাইভার, ক্যাটারার, যন্ত্র প্রযুক্তিবিদ, মার্চেন্ডাইজার, লাইটিং ও সাউন্ড ক্রু, প্রোডাকশন স্টাফ, কাঠের কাজের শ্রমিক, নৃত্যশিল্পী, নিরাপত্তা কর্মী, কোরিওগ্রাফার, প্যায়রোটেকনিক বিশেষজ্ঞ, রিগার, হেয়ার এবং মেকআপ শিল্পী, ওয়ারড্রোব সহকারী, শারীরিক থেরাপিস্ট এবং ভিডিও টিম।  

এই খবরের পর থেকে প্রশংসায় ভাসছেন টেইলর সুইফট। এর আগে, ২০২৩ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের ট্যুরের প্রথম পর্ব শেষ করার পর তিনি তার সহযোগীদের মধ্যে ৫৫ মিলিয়ন ডলার বোনাস বিতরণ করেছিলেন।

টেইলর সুইফটের ‘এরাস ট্যুর’ রীতিমতো ইতিহাস সৃষ্টি করেই সমাপ্ত হয়েছে। দুই বছর ধরে চলা এই ট্যুর ১৪৯টি শোয়ের মাধ্যমে শেষ হয়। গোটা ট্যুর চলাকালীন একের পর এক রেকর্ড ভেঙেছেন এই গায়িকা। সর্বাধিক বিক্রি করা টিকিট, সর্বাধিক উপস্থিত দর্শক-শ্রোতার রেকর্ডসহ একক শিল্পী হিসেবে নিজের নামের পাশে করে নিয়েছেন অসংখ্য রেকর্ড।

তার ১৪৯তম এবং চূড়ান্ত কনসার্টের পর সুইফটের প্রযোজনা সংস্থা ‘টেলর সুইফ্ট ট্যুরিং’ নিউ ইয়র্ক টাইমসকে নিশ্চিত করেছে যে ১ কোটির বেশি মানুষ ইরাস ট্যুরে অংশ নিয়েছিল এবং এটিকে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা মিউজিক্যাল ট্যুরে পরিণত করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS