প্রায় তিন দশক পর ব্রাজিলিয়ান লিগের শিরোপা জিতেছে বতাফোগো। নিজেদের শেষ ম্যাচে আজ সাও পাওলোকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ক্লাবটি।৩৮ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে পালমেইরাস।
ব্রাজিলিয়ান সেরি আয় ১৯৬৮ সালে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ নেয় বতাফোগো। দ্বিতীয়বার ১৯৯৫ সালে লিগ শিরোপা জেতে তারা। এরপর আর জেতা হয়নি ক্লাবটির। লম্বা সময় পর আবারও শিরোপার স্বাদ পেয়েছে তারা এবার।
জেফারসন সাভারিনো ৩৭তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ৬৩তম মিনিটে সমতা ফেরান সাও পাওলোর উইলিয়াম গোমেজ। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন গ্রেগোর।