হাসান মাহমুদ আগের দিনের আফসোস কাটালেন দ্বিতীয় দিনের শুরুতেই। টানা দুই ওভারে পেলেন উইকেট।কিন্তু এরপর কেমন যেন ছন্দপতন ঘটে বাংলাদেশের। অষ্টম উইকেটে জাস্টিন গ্রিভসের সঙ্গে কেমার রোচের জুটিতে হতাশা নিয়েই যেতে হয়েছে মধ্যাহ্নভোজে।
অ্যান্টিগায় দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি অবধি ৭ উইকেট হারিয়ে ৩৩৬ রান করেছে ক্যারিবীয়রা।
আগের দিন দুই দলই লড়েছিল সমান তালে। বাংলাদেশ পাঁচ উইকেট নিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ করেছিল ২৫০ রান। দ্বিতীয় দিনের শুরুতেই স্বাগতিকদের চাপে ফেলতে হতো বাংলাদেশকে। ওই কাজটি করে দেন পেসার হাসান মাহমুদ।
আগের দিন দুর্দান্ত বোলিং করেও উইকেটের দেখা পাননি তিনি। কিন্তু এদিন প্রথম ওভারেই হাসানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান জশুয়া ডি সিলভা। ২৩ বলে করেন ১৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। সিলভার বিদায়ের পর দিনের দ্বিতীয় উইকেটটিও আসে হাসানের বোলিংয়েই।
তার বলে গালিতে আলজারি জোসেফের দারুণ এক ক্যাচ নেন জাকির হাসান। এরপর বাংলাদেশের দ্রুত অলআউট করাটাই প্রত্যাশায় থাকার। কিন্তু তাদের হতাশ হয়েছে জাস্টিন গ্রিভস ও রোচের ব্যাটিংয়ে। মধ্যাহ্নভোজের বিরতি অবধি ১৪২ বলে ৭৫ রানের জুটি গড়েছেন দুজন।