৮ ক্রিকেটারসহ ঢাকা লিগে ৯ জন নিষিদ্ধ

৮ ক্রিকেটারসহ ঢাকা লিগে ৯ জন নিষিদ্ধ

২০২৪-২৫ মৌসুমের মেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে আচরণবিধি ভঙ্গের দায়ে ৮ ক্রিকেটার ও এক ক্লাব কর্মকর্তাকে এক বছর নিষেধাজ্ঞা ও জরিমানা করেছে দি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।  

এক বিবৃতিতে বিষয়টি আজ নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।বিসিবির বিবৃতিতে বলা হয়, গত সোমবার পিকেএসফ ১ নম্বর মাঠে সুপার লিগের ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন তেজগাঁও ক্রিকেট একাডেমি ও স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও প্রত্যক্ষ প্রমাণ পর্যালোচনা করে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের টেকনিক্যাল কমিটি এই শাস্তির ঘোষণা দেয়।

শাস্তির আওতায় থাকা ৮ ক্রিকেটারকে ও এক ক্লাব কর্মকর্তাকে এক বছর নিষেধাজ্ঞার পাশাপাশি কমপক্ষে ৫০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। শাস্তি পাওয়া ক্রিকেটাররা হলেন তেজগাঁও একাডেমির ইয়াসিন আরাফাত, রিফাত আল ইমন (অনিক), তাসিন আহমেদ রনবি, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয়, স্যাফায়ার স্পোর্টিংয়ের রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মদ হৃদয় এবং তেজগাঁওয়ের ক্লাব কর্মকর্তা রবিন।

বিসিবির আচরণবিধির ২.১৯ ধারার লেভেল-৪ ভঙ্গ করার অভিযোগে দোষী প্রমাণিত হয়েছেন তারা। লেভেল-৪ ভঙ্গের সর্বোচ্চ শাস্তি আজীবন নিষেধাজ্ঞা। এই ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ঘরোয়া ক্রিকেটে শৃঙ্খলাভঙ্গের কোনো ঘটনায় কোনো প্রকাশ ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, ‘ঘরোয়া ক্রিকেটের কোনো পর্যায়েই শৃঙ্খলাভঙ্গের কোনো ধরনের ঘটনায় নমনীয় হবে না বিসিবি। এটিকে তাই ক্রিকেটার ও কর্মকর্তাদের প্রতি বার্তা হিসেবে নেওয়া যায় যে, আচরণবিধি ভঙ্গের ঘটনায় বোর্ড কঠোর পদক্ষেপ নেবে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS