দফায় দফায় ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

দফায় দফায় ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় তিন ঘণ্টা ধরে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলেছে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে।

এতে সায়েন্সল্যাব মোড় ও আশপাশের এলাকার সড়কে যান চলচাল বন্ধ হয়ে যায়। সংঘর্ষ থামাতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ।

বুধবার (২০ নভেম্বর) দুপুর ৩টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই কলেজের শিক্ষার্থীরা।  বিকেল সাড়ে ৫টার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনেছে আইনশৃঙ্খলা বাহিনী।

দুপুরে ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী সায়েন্সল্যাব এলাকায় একটি বাসে ভাঙচুর চালান। এ ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

বিকেলে ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) রাজিব সংবাদমাধ্যমকে বলেন, বেলা ৩টার দিকে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করেছে শুনেছি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে, তবে এখনও উত্তেজনা চলমান।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়েছিল। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় এবং ইটপাটকেল ছোড়েন শিক্ষার্থীরা।

বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজ শিক্ষার্থীদের দিকে হামলা চালান। এতে ইটপাটকেল ও লাঠিসোঁটা ব্যবহার করা হয়। এরপর পুলিশ ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। তখন সিটি কলেজের শিক্ষার্থীরা সুযোগ পেয়ে আবার ঢাকা কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দেন, তখন তাদের দিকেও টিয়ারশেল ছোড়ে পুলিশ। এমন পরিস্থিতিতে উভয় পক্ষই পিছু হটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS