সবজির দাম আকাশছোঁয়া

সবজির দাম আকাশছোঁয়া

বাজারে দিন দিন মাছ, মাংস ও সবজির দাম বাড়ছেই। বিশেষ করে সবজির দাম অনেকটা আকাশছোঁয়া। অধিকাংশ সবজি ৮০ টাকার ওপরে বিক্রি হচ্ছে।

শুক্রবার (১২ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে কাঁকরোলের কেজি ৯০ থেকে ১০০ টাকা, করলা ১০০ টাকা, কচুর লতি ১০০ টাকা, গাজর ১০০ টাকা, কাঁচামরিচ ২৫০ টাকা, পটল ৮০ টাকা, বেগুন ৮০, ঝিঙ্গা ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, পেঁপে ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, শসা ৬০ টাকা, মুলা ৬০ টাকা, টমেটো ৪০ টাকা ও মিষ্টি কুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া লাউ প্রতি পিস ৮০ টাকা ও কাঁচাকলা প্রতি হালি ৪০ টাকা বিক্রি হচ্ছে।

রাজধানীর কারওয়ান বাজারে সবজি কিনতে আসা তোফায়েল বলছেন, মাছ মাংস বাড়তি দামে কেনার পর ভেবেছি সবজির দাম কিছুটা কম পাব। কিন্তু কাঁচাবাজারে এসে দেখি সবজির দাম আকাশ ছোঁয়া। বাজারে ৭০ থেকে ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

দাম বাড়ার বিষয়ে সবজি বিক্রেতা সাকিব বলেন, তীব্র গরমে সবজির সরবরাহ কম। আগের তুলনায় বাজারে সবজি কম আসছে। এ ছাড়া অনেক সবজির মৌসুম শেষ দিকে হওয়ায় দাম বাড়তি।

তিনি বলেন, পাইকারি বাজারগুলোতেই সবজির দাম বাড়তি থাকায় খুচরা বাজারে এর প্রভাব পড়েছে। দাম বাড়তির কারণে বিক্রিও কমে গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS