পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ৪ কৃষকের মৃত্যু

পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ৪ কৃষকের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রেললাইনের পাশে ধান মাড়াইয়ের সময় ট্রেনের ধাক্কায় চার কৃষকের মৃত্যু হয়েছে।  

সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাউরা ইউনিয়নের আলাউদ্দিন নগরে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলামপুর এলাকার আজিজার রহমান (৬০), মোবারক হোসেন (৬৫), মকবুল হোসেন (৬২) ও একই এলাকার ইসলাম নগরের আব্দুল ওহাব (৪৫)।

স্থানীয়রা জানান, আলাউদ্দিন নগরে রেললাইনের পাশে ধান মাড়াই করছিলেন কৃষকরা। কয়েকজন কৃষক রেললাইনের ওপর এবং রেললাইন ঘেঁষে দাঁড়িয়েছিলেন। ধান মাড়াই মেশিনের শব্দে ট্রেনের শব্দ শুনতে পাননি কৃষকরা। এসময় বুড়িমারী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ৭১৩/৭১৪ নম্বর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি কৃষকদের ধাক্কা দেয়। এতে চার  কৃষক গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাদের চারজনকে মৃত ঘোষণা করেন।  

পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর ইসলাম ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, লালমনিরহাট রেলওয়ে থানাকে খবর দেওয়া হয়েছে। রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS