ডুয়েটে চতুর্থ থেকে ৯ম গ্রেডে চাকরি, পদ ১৩

ডুয়েটে চতুর্থ থেকে ৯ম গ্রেডে চাকরি, পদ ১৩

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর (ডুয়েট) রাজস্ব খাতে একাধিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে চতুর্থ থেকে ৯ম গ্রেডে ১৩ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করে তার প্রিন্ট কপি সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।

১. পদের নাম: সহযোগী অধ্যাপক

পদসংখ্যা: ৬

বিভাগ: পুরকৌশল বিভাগে ২টি; তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে ২টি ও মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগে ২টি।

বেতন স্কেল: ৫০,০০০–৭১,২০০ টাকা (গ্রেড–৪)

২. পদের নাম: সহকারী অধ্যাপক

পদসংখ্যা: ২

বিভাগ: তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে ১টি (সহযোগী অধ্যাপক পদের বিরপীতে) ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ১টি (লিভ ভ্যাকান্সি)

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

৩. পদের নাম: প্রভাষক

পদসংখ্যা: ৪

বিভাগ: স্থাপত্য বিভাগে ২টি (লিভ ভ্যাকান্সি) ও পদার্থবিজ্ঞান বিভাগে ২টি।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৪. পদের নাম: প্রোগ্রামার

পদসংখ্যা: ১

বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://career.duetbd.org/) ওয়েবসাইটে প্রবেশ করে Create Applicant Account–এ ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে আবেদনপত্র Submit করতে হবে। এরপর অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর অনলাইন জেনারেটেড আবেদনপত্র প্রিন্ট করে দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ সব সনদপত্র ও অন্যান্য ডকুমেন্টের হার্ড কপি ১ নম্বর পদের জন্য ১০ সেট, ২ থেকে ৪ নম্বর পদের জন্য ৭ সেট করে পূর্ণাঙ্গ আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে (https://docs.google.com/viewerng/viewer?url=https://www.duet.ac.bd/storage/notice/2024/Oct/2024-10-31_1730368939_191.pdf) জানা যাবে।

আবেদন ফি

অনলাইনে আবেদনপত্র সাবমিটের পর How to pay? বাটনে ক্লিক করে পেমেন্ট সম্পর্কিত নির্দেশনা অনুসরণ করে আবেদন ফি বাবদ ৬০০ টাকা নগদ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের হার্ড কপি পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর।

আবেদনের শেষ সময়: ৩ ডিসেম্বর ২০২৪।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS