৪৭ রানে ৯ উইকেট হারানোর মূল্য চুকিয়ে জ্যোতিদের হার

৪৭ রানে ৯ উইকেট হারানোর মূল্য চুকিয়ে জ্যোতিদের হার

সিরিজের প্রথম টি-টুয়েন্টি জিতে বেশ চাঙ্গা মেজাজে ছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নামা টিম টাইগ্রেসের শুরুটা সাবলীলই ছিল। পরে ব্যাটিং বিপর্যয়ে অল্প রানে গুটিয়ে যায় অতিথিদের ইনিংস। শেষঅবধি শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের।

বৃহস্পতিবার সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টসে হেরে আগে ব্যাটে নেমে ১৮.৩ ওভারে ১০০ রান অলআউট হয় লাল-সবুজের দল। জবাবে লঙ্কান মেয়েরা ৯ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

তিন ম্যাচের সিরিজে এখন ১-১ ব্যবধানে সমতা। শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে সিরিজ নির্ধারণী টি-টুয়েন্টি ম্যাচটি।

দলীয় ২৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। উদেশিকা প্রবোধনীর বলে বোল্ড হন ৩ চারে ১৬ রান করা রাবেয়া হায়দার।

দ্বিতীয় উইকেটে ২৫ রান যোগ করেন শারমিন সুলতানা ও শবনম মুস্তারি। পরে শুরু হয় ব্যাটিং ধস। শারমিন ১৮ রান করে ইনোকা রানাভিরার বলে হন বোল্ড। শবনমও ১৮ রানের বেশি করতে পারেননি।

আগের ম্যাচে ৭৫ রানের অপরাজিত ইনিংস খেলে জয়ে ভূমিকা রাখা অধিনায়ক জ্যোতির ইনিংস এবার ৭ রানে থেমেছে। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে একবার জীবন পেলেও প্রবোধনীর বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। পাঁচে ব্যাট করতে নামা মুর্শিদা খাতুনের থেকে আসে ১৪ রান।

এক উইকেটে ৫৩ রান থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১০০ রানে শেষ হয় অতিথি দলের ইনিংস। চার ব্যাটার দুই অঙ্কের ঘরের রান তুলতে সক্ষম হন।

শ্রীলঙ্কার পক্ষে প্রবোধনী, সুগান্দিকা কুমারী, রানাভিরা ও কবিশা দিলহারি দুটি করে উইকেট নেন।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা ৪৩ রানের ওপেনিং জুটি পায়। অধিনায়ক চামারি আতাপাত্তু ২৭ বলে ৬ চার ও এক ছক্কায় খেলেন ৩৩ রানের ইনিংস। রাবেয়ার বলে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে চামারির ইনিংসের চাকা থেমে যায়।

আরেক ওপেনার ভিশমি গুনারাত্নে ১৮ এবং নীলাক্ষী ডি সিলভা ৪ রান করে ফাহিমা খাতুনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন।

আক্রমণাত্মক না খেলে উইকেট আগলে রেখে তৃতীয় উইকেটে ৩৩ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে জয়ের বন্দরে পৌঁছে দেন হর্ষিতা সামারাবিক্রমা ও কবিশা দিলহারি। ৪২ বলে এক চারে হর্ষিতা ২৯ রান করেন। দিলহারির ব্যাট থেকে আসে ১৮ রান।

বল হাতে বাংলাদেশের হয়ে চার ওভারে মাত্র ১৬ রানে ২ উইকেট নেন ফাহিমা। রাবেয়া চার ওভারে ছিলেন আরও নিয়ন্ত্রিত, ১১ রান খরচায় এক উইকেট তুলে নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS