পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক, সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটারদের অনেকেই। সাধারণ জনগণের পাশাপাশি তারাও জানিয়েছেন ইমরানের প্রতি সমর্থন।
বর্ণাঢ্য ক্যারিয়ারে ৮৮ টেস্ট এবং ১৭৫ ওয়ানডে খেলেছেন ইমরান। তার নেতৃত্বে পাকিস্তান ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল। সেই দলের সদস্য সুইং অব সুলতান খ্যাত সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম টুইটারে লিখেছেন, ‘আপনি মানুষ হিসেবে একজন হলেও আপনার লাখো মানুষের শক্তি, আপনি শক্ত থাকুন অধিনায়ক।’
ওয়াসিমের সঙ্গে জুটি গড়ে পাকিস্তানকে অনেক সাফল্য এনে দেয়া সাবেক পেসার ওয়াকার ইউনিস টুইটারে জানিয়েছেন প্রতিক্রিয়া। লিখেছেন, ‘আপনার পেছনেই আছি অধিনায়ক। শেষ পর্যন্ত অবিচার স্বাধীনতার জন্ম দেয়। অনেক শক্তি আপনার আছে। আসুন আমাদের নেতা ও স্বাধীনতাকে রক্ষা করি।’
বাইশ গজে একসময় বল হাতে গতির ঝড় তোলা সাবেক পেসার শোয়েব আখতার টুইটারে ইমরানের গ্রেপ্তার হওয়ার ভিডিও পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘আমাদের দেশের বীরকে এভাবে হেনস্তা করা একটি হৃদয়বিদারক দৃশ্য। শারীরিক অসুস্থতা ও পাকিস্তানের জন্য তার সেবার জন্য তাকে ছাড় দেয়া উচিৎ ছিল। আমরা কোন পথে যাচ্ছি? আমাদের জাতীয় বীরের প্রতি কিছুটা সম্মান দেখান।’
গত বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেছেন মোহাম্মাদ হাফিজ। বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়কের গ্রেপ্তারে তিনিও মর্মাহত। টুইট করেছেন, ‘বেদনাদায়ক ও নিন্দনীয় কাজ।’
ইমরানের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন হালের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। নিজের টুইটার অ্যাকাউন্টের ডিসপ্লে ছবি পরিবর্তন করে ইমরান খানের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন।
সত্তর-আশির দশকে ক্রিকেটবিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন ইমরান। তাকে গ্রেপ্তারের পর আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত। প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়েছে। গণমাধ্যমে এসেছে, পাকিস্তানে সকল বেসরকারি স্কুল বন্ধ রয়েছে। দেশটিতে টুইটার ব্যবহার বন্ধ করে দেয়া হয়েছে।