বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বুধবার (১৬ অক্টোবর) সকালে ঢাকায় পা রেখেছে দক্ষিণ আফ্রিকা দল। একই সঙ্গে বাংলাদেশে এসেছেন টাইগারদের নতুন হেড কোচ ফিল সিমন্স।
বাংলাদেশে পা রাখার পর বেশ হাসিমুখেই বিমানবন্দর ছেড়েছেন সিমন্স। জানা গেছে, আজ বিশ্রামের পর বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জাতীয় দলের অনুশীলন সেশনে যোগ দিবেন তিনি।
এদিকে মঙ্গলবার (১৫ অক্টোবর) চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করে বিসিবি। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় ক্যারিবীয় কোচ ফিল সিমন্সকে।
হাথুরুসিংহেকে বরখাস্ত করার বিষয়ে গণমাধ্যমকে ফারুক আহমেদ বলেন, ‘বর্তমান কোচের ব্যাপারে আমরা চেষ্টা করছিলাম। দুই-তিনটা ঘটনা ঘটেছে। এটা দলের জন্য ভালো উদাহরণ ছিল না। শোকজ ও সাসপেনশন দেয়া হয়েছে। বরখাস্ত করার আগে আমরা তাকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। এরপর আমরা বরখাস্ত করব। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স।’
প্রথম মেয়াদে ২০১৪ সালের মে থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ দলের দায়িত্ব পালন করেছিলেন হাথুরুসিংহে। সেবার চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নিজেই কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন।