সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান

সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান

নারী সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। শিরোপা ধরে রাখার মিশনে আগামী সাফের প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে।গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ শক্তিশালী ভারত। টুর্নামেন্টে ভারতের মেয়েরা সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে।  

সাত দল নিয়ে হওয়া আসরে এবার ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গত আসরে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ভারতকে সেই আসরে হারিয়েছিল ৩-০ গোলে । সেবার গ্রুপ সেরা হয়েছিল বাংলাদেশের মেয়েরা।  
 
নেপালের দশরথ স্টেডিয়ামে উদ্বোধনী দিনে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের মিশন শুরু করবে গতবারের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২৩ অক্টোবর তারা মুখোমুখি হবে ভারতের।  

‘বি’ গ্রুপে লড়বে স্বাগতিক নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ভুটান। ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের লড়াই। ২৭ অক্টোবর সেমিফাইনাল ও ৩০ অক্টোবর হবে ফাইনাল। সোমবার সাফের সপ্তম আসরের সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন।

সাফের সবগুলো ম্যাচই হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। ২০২২ সালে এই মাঠেই স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। দেশে ফিরে তাদের ছাদ খোলা বাসে দেওয়া হয়েছিল বিপুল সংবর্ধনা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS