বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান জয় শাহ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান জয় শাহ

বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় আইসিসির স্বতন্ত্র চেয়ারম্যান নির্বাচিত হলেন ৩৫ বছর বয়সী জয় শাহ। আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান তিনি।তবে দায়িত্ব গ্রহণ করবেন আগামী ১ ডিসেম্বর থেকে।

পরপর দুই মেয়াদে থাকার পর তৃতীয় মেয়াদে আর থাকতে চাননি গ্রেগ বার্কলে। তাই পরবর্তী চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে আছেন ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিসিআইয়ের সচিব জয় শাহ, এমন গুঞ্জনই শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সত্যি হলো তা।

জয় শাহ বলেন, আইসিসির চেয়ারম্যান হয়ে আমি খুবই সম্মানিত। ক্রিকেটকে আরও বিশ্বায়ন করতে আইসিসি দল ও আমাদের সদস্য দেশগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন জটিল অবস্থায় দাঁড়িয়ে আছি যেখানে একাধিক ফরম্যাটের ভারসাম্য বজায় রাখা, উন্নত প্রযুক্তি ব্যবহারের প্রচার করা ও নতুন বিশ্বের বাজারে আমাদের বড় ইভেন্টগুলো তুলে ধরাটা খুবই গুরুত্বপূর্ণ। ক্রিকেটকে আগের চেয়ে আরও সর্বব্যাপী জনপ্রিয় করে তোলাই আমাদের লক্ষ্য। ‘

বিশ্বব্যাপী ক্রিকেটের প্রতি ভালোবাসাকে উন্নীত করার জন্য আমরা অবশ্যই নতুন চিন্তাভাবনা ও উদ্যোগ গ্রহণ করব। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্তি ক্রিকেটের উন্নতিতে এক উল্লেখযোগ্য দিক হিসেবে তুলে ধরবে এবং আমি আত্মবিশ্বাসী এটি খেলাকে অভূতপূর্ব উপায়ে এগিয়ে নেবে। ‘

আইসিসির চেয়ারম্যান হওয়ায় বিসিসিআইয়ের সচিবের পদ ছাড়তে হচ্ছে জয় শাহকে। জগমোহন ডালমিয়া, শরদ পওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহরের পর পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির চেয়ারম্যান হলেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS